Barak UpdatesHappeningsBreaking News
ভক্তদের জন্য খুলে দেওয়া হল বদরপুরের সিদ্ধেশ্বর কপিলাশ্রম
৯ জুন : মঙ্গলবার বরাক উপত্যকার ঐতিহ্যমণ্ডিত বদরপুরের শ্রীশ্রী সিদ্ধেশ্বর কপিলাশ্রমের প্রবেশদ্বার খুলে দেওয়া হলো। ৮০ দিন পর খুলেছে এই মন্দিরের দরজা। এ দিন বেলা তিনটায় মন্দির খুলে দেওয়ার পাশাপাশি ভক্ত ও পুণ্যার্থীদের জন্য বেশ কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, শিবের পুজো দিতে আসা সব পুণ্যার্থীকে মাস্ক পরতে হবে এবং তাঁদের প্রত্যেকের হাতে সেনিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। তাছাড়া কুড়ি জনের বেশি একসঙ্গে মন্দিরে প্রবেশে নিষেধ করা হয়েছে। এও বলা হয়েছে যে, ভক্তরা ১৫ মিনিটের বেশি মন্দিরে অবস্থান করতে পারবেন না।
এ দিকে মন্দির পরিচালন সমিতির পক্ষে বলা হয়েছে, সমাগম যাতে বেশি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে। করোনা নিয়ে মানবজাতির যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে ভক্তদেরও দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরিচালন কমিটির এক কর্তা জানান, মন্দিরে গোলাকার চক্র এঁকে দেওয়া হয়েছে। যাঁরাই মন্দিরে প্রবেশ করবেন, প্রত্যেকেই যেন নিয়ম মেনে এই চক্রের ভেতর দিয়ে মন্দিরে প্রবেশ করেন, যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে।
অন্যদিকে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের প্রবেশদ্বার। এই সব নিয়ম মানতে গিয়ে মন্দিরের স্বেচ্ছাসেবকদের সঙ্গে ভক্তদেরও সহায়তা কামনা করা হয়েছে। উল্লেখ্য, করোনা ভাইরাসের জন্য চলতি বছরের ২০ মাৰ্চ প্ৰশাসনের নিৰ্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল শ্রীশ্রী সিদ্ধেশ্বর কপিলাশ্ৰম মন্দিরের প্রবেশদ্বার।