Barak UpdatesHappenings
বড়খলার জিসি এইচএস স্কুলে নাটকের কর্মশালা শুরু
ওয়ে টু বরাক, ১৮ জুলাই : বড়খলার রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল এইচএস স্কুলে সোমবার থেকে ১০ দিনের গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছে। এই কর্মশালা রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা কেন্দ্রভিত্তিক কর্মশালার অঙ্গ। এই কর্মশালার দায়িত্ব দেওয়া হয়েছে উপত্যকার এনজিও প্রয়াসকে। এনজিও-র কর্মকর্তা ১০ দিন ধরে নাটক প্রশিক্ষণ দেবেন। ১০ দিনের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন গোবিন্দ তালুকদার।
এ দিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল বিপ্লব নাথ, ভাইস প্রিন্সিপাল চম্পা দাস, এসএমডিসি অভিজিৎ দাস, সহকারী শিক্ষক রঞ্জয় দত্ত, সহকারী শিক্ষক সীতাংশু দাস, ইউডিএ অবসরপ্রাপ্ত শিক্ষক নইমুদ্দিন লস্কর।
এ দিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করেন সংস্থার সম্পাদক শান্তনু রায়। তারপর তাঁরা কর্মশালা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই কর্মশালায় ৩০ জন ছাত্রছাত্রী যোগদান করেছে। তাদের প্রতিদিন নাটকের কলাকৌশল শেখানো হবে।