Barak UpdatesHappeningsBreaking News
বৃষ্টি উপেক্ষা করে দুধপাতিলে সম্মিলিত লোকমঞ্চের বসন্ত উৎসব
ওয়ে টু বরাক, ২০ মার্চ : দুর্যোগপূর্ণ পরিবেশে দিনভর বৃষ্টিকে উপেক্ষা করেও বসন্ত উৎসবে মাতল সম্মিলিত লোকমঞ্চ শিলচর। রবিবার বড়খলা বিধানসভা কেন্দ্রের দুধপাতিল শ্রীশ্রীরাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সম্মিলিত লোকমঞ্চের সদস্য সদস্যা সহ স্থানীয় জনগণ দোল তথা বসন্ত উৎসবের আনন্দে শামিল হন। যদিও অনুষ্ঠান শুরুর দিকে পরিবেশ অনুকূলে না থাকায় উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন আসতে থাকেন এবং এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নাচ গান, আবির খেলায় মেতে ওঠেন সবাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ড. অনুপ কুমার রায়, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, সহ-সভাপতি পিনাকপাণি নাথ, কোষাধ্যক্ষ দীপক নাথ, পূর্ব বড়খলা জেলা পরিষদ সদস্যা গীতন নাথ, সংস্থার সদস্য কমলেশ দাশ প্রমুখ। সংস্থার সভাপতি ডঃ অনুপ কুমার রায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও বসন্ত উৎসব অনুষ্ঠানকে সফল রূপ দিতে এগিয়ে আসার জন্য সবাইকে সাধুবাদ জানান। আগামী বছর আরও বড় আকারে এই উৎসব আয়োজন করার কথাও এ দিন তিনি ঘোষণা করেন। গোটা অনুষ্ঠানে বসন্তের গান, লোকসংগীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সংগীত, রাগ প্রধান, ভক্তিগীতি ও বাঙালিদের চিরাচরিত ধামাইল নৃত্য, একক নৃত্য পরিবেশিত হয়।
এদিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মঙ্গলা নাথ, অনিমেষ দেব, দোলন পালিত, রাজু দাস, রাজশ্রী নাথ, জলি শুক্লবৈদ্য, ঝিমলি নাথ, অজিত দেব, অম্বরিশ পাল, পূজা পাশী, বৈশালী চক্রবর্তী, মৌমিতা সরকার, অরুনাভ সুত্রধর সহ অন্যান্যরা। যন্ত্র সংগীতে ছিলেন দিবাকর দাস, নিতাই দাস, শ্রীবাস সুত্রধর, শ্রীকান্ত দাস।