Barak UpdatesHappeningsBreaking News
বৃষ্টিহীন শিলচরে রথযাত্রায় মানুষের ঢল
ওয়েটুবরাক, ২০ জুনঃ শিলচরেও মহাসমারোহে পালিত হল জগন্নাথ দেবের রথযাত্রা। গত কিছুদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তাতে রথযাত্রার আনন্দ নিয়ে সংশয় ছিল। কিন্তু মঙ্গলবার দুপুর-বিকাল-সন্ধ্যায় বর্ষণমুক্ত ছিল এই অঞ্চল। ফলে দুপুর পেরোতেই ভক্তবৃন্দের ঢল নামে শহরে। বিশেষ করে ইসকনের শিলচর রথযাত্রার রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন সকলের নজর কাড়ে। সুসজ্জিত সুউচ্চ রথের সঙ্গে ছিল রাম-সীতা-হনুমানের ট্যাবলোও। প্রকৃত অর্থেই বর্ণাঢ্য শোভাযাত্রা।
হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে নগর পরিক্রমা করে শ্যামসুন্দর আখড়া, রাধামাধব আখড়া, গোপাল আখড়া, মদনমোহন আখড়ার রথসমূহও। রথ বের হয় জানিগঞ্জ মহাপ্রভু আখড়া থেকেও। এ বার প্রত্যেক রথে তরুণ-তরুণীদের অংশগ্রহণ ছিল উল্লেখনীয়৷ রথযাত্রাকে নিরাপদে সুসম্পন্ন করতে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের তৎপরতাও ছিল লক্ষণীয়।