NE UpdatesHappeningsBreaking News

বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নেবেন সর্বানন্দ

ওয়েটুবরাক, ৬ জুলাইঃ দলের কেন্দ্রীয় নেতৃত্বের ফোন পেয়ে সোমবারই দিল্লি পৌঁছালেন সর্বানন্দ সোনোয়াল। দেড় মাস আগে আসামের বিধানসভা ভোটের ফলাফলে বিজেপি ফের সাফল্য পায়। কিন্তু দল মুখ্যমন্ত্রী পাল্টে দিয়েছে। ফলে মাজুলির বিধায়ক ছাড়া তাঁর কোনও পরিচয় নেই এখন। তবে তাঁর অনুগামীদের দাবি, আর কয়েক ঘণ্টা। এ বার কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি নিশ্চিত। বুধবার সন্ধ্যা ছয়টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। এ বারের রদবদলে নতুন প্রজন্মের অনেক নেতাই ঠাঁই পাবেন বলে বিজেপি সূত্রের খবর।

শুধু সর্বানন্দ নন, সম্ভাব্য মন্ত্রীদের অনেকেই দিল্লি পৌঁছেছেন। নির্দিষ্ট ‘বার্তা’ পেয়েই তাঁরা হাজির হচ্ছেন দিল্লির দরবারে। এই তালিকায় মধ্যপ্রদেশের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও রয়েছেন। রয়েছেন সহযোগী দল জেডি(ইউ)-র দুই সাংসদ, রাজীব রঞ্জন ওরফে লালন সিংহ এবং রামচন্দ্রপ্রসাদ সিংহ। দিল্লি পৌঁছেছেন রাজস্থান থেকে লোকসভায় নির্বাচিত দুই বিজেপি সাংসদ রাহুল কাসওয়ান (চুরু) এবং সি পি জোশী (চিতৌরগঢ়)-ও। উত্তরাখণ্ডের সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী তীরথ সিংহ রাওয়তকেও কেন্দ্রে মন্ত্রী করা হতে পারে।

আগামী বছরের বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে বুধবার উত্তরপ্রদেশ বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য বিজেপি মন্ত্রীদের তালিকায় রয়েছেন কানপুরের সাংসদ সত্যদেও পচৌরি, প্রয়াগরাজের রীতা বহুগুণা জোশী, বস্তির হরিশ দ্বিবেদী এবং ইটাওয়ার রামশঙ্কর কঠেরিয়ার নাম। এঁদের মধ্যে দলিত নেতা কঠেরিয়া আগেও ছিলেন মোদি মন্ত্রিসভায়। এ ছাড়া কৌসম্বীর সাংসদ বিনোদকুমার সোনকার, মহারাজগঞ্জের পঙ্কজ চৌধুরী, বালিয়ার সকলদীপ রাজভর, আগরার এস পি সিংহ বাঘেল, মেরঠের রাজেন্দ্র আগরওয়াল এবং মোহনলালগঞ্জের কৌশল কিশোরের নামও রয়েছে আলোচনায়।

এনডিএ শরিকদের মধ্যে আপনা দল(এস)-এর মির্জাপুরের সাংসদ অনুপ্রিয়া পটেল ফের কেন্দ্রে মন্ত্রী হতে পারেন। নিষাদ পার্টির প্রধান সঞ্জয় নিষাদের সাংসদ-পুত্র প্রবীণেরও প্রতিমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী বছরের গোড়ায় বিধানসভা ভোট হবে মণিপুরেও। সেখানকার সাংসদ রাজকুমার রঞ্জন সিংহ এ বার কেন্দ্রে মন্ত্রী হতে পারেন। অন্যদিকে, বিহারের এলজেপি সাংসদ পশুপতিনাথ পারসকেও বুধবার শপথ নিতে দেখা যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker