Barak UpdatesBreaking News
বুধবার শিলচরেও বজরং দলের অখণ্ড ভারত দিবস
১১ আগস্টঃ অন্য বছরের মত এ বারও ১৪ আগস্ট অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করবে বজরং দল। সেদিন বিকেল ৫টায় আশীর্বাদ বিবাহ বাসরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক অতীন দাশ। মুখ্য বক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক সঞ্জয় দেব।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ সব তথ্য জানান বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্তের সম্পাদক স্বপন শুক্লবৈদ্য, বজরং দলের সভাপতি দেবাশিস সেনগুপ্ত, উপ-সভাপতি মিঠুন নাথ, সম্পাদক আশিস দত্ত এবং সদস্য গৌতম চক্রবর্তী। তারা বলেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ রদ অখণ্ড ভারত ইস্যুতে আশার সঞ্চার করেছে। ভারতের অখণ্ড ভারতের চেহারা ফিরে আসবেই বলে তাঁরা আশাবাদী।
আশিসবাবু বলেন, দ্বিখণ্ডিত ভারত আমরা এখনও মন থেকে মেনে নিতে পারি না। তাই তার অখণ্ড চেহারা ফিরিয়ে আনার ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ। তার কথায়, হিন্দুরা আরেকটু জাগলেই ভারত পাকিস্তানকে দখল করে নেবে। মিঠুনবাবু বলেন, অখণ্ড ভারত হলে এনআরসি যন্ত্রণা থেকে রেহাই পাবেন।