Barak UpdatesHappeningsCultureBreaking News
বুধবার প্রতিষ্ঠা দিবসে ভাবীকালের গুচ্ছ কর্মসূচি, শনিবার দুই নাটক
ওয়েটুবরাক, ২২ মে : আগামী ২৪ মে, বুধবার ভাবীকালের ৩৯তম প্রতিষ্ঠা দিবস।
১৯৮৪ সালের ২৪ মে এই শহরের বুকে তাঁর আত্মপ্রকাশ ঘটেছিল । তারপর থেকেই নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে শিলচরের নাট্য সংস্থা ভাবীকাল থিয়েটার গ্রুপ তাঁর ৩৮ বছরের এই বিশাল পথযাত্রা পূর্ণ করে আগামী বুধবার ৩৯ বছরে পদার্পণ করবে। ভাবীকালের এই ৩৯-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেদিন সন্ধ্যায় শিলচর দাস কলোনির আনন্দলোক কমপ্লেক্স স্থিত অস্থায়ী কার্যালয়ে একগুচ্ছ কার্যসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।এর মধ্যে থাকবে গুণীজন সম্বর্ধনা, নাট্য আলোচনা, ঘরোয়া পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এক স্বল্প দৈঘ্যের নাটিকা।
এর পরই আগামী ২৭ মে শনিবার সন্ধ্যায় শিলচর বঙ্গভবনের মঞ্চে ভাবীকাল দুটি নাটক পরিবেশন করতে যাচ্ছে। নাটক শুরু হবে ঠিক সন্ধ্যা ৬টায়। প্রথম নাটক অনুপ চক্রবর্তী রচিত ‘অনাগত’ এবং দ্বিতীয়টি রতন কুমার দাসের রচিত ‘মৃত্যুর সাথে অভিসার’। দুটি নাটকেই নির্দেশনা করছেন ভাবীকালের নির্দেশক শান্তনু পাল।