India & World UpdatesHappeningsBreaking News
বিয়ের উদ্দেশ্যে ধর্ম পরিবর্তন গ্রহণযোগ্য নয়, হাইকোর্টের রায়
31 অক্টোবরঃ কেবলমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন গ্রহণযোগ্য নয়। শনিবার এ কথা জানাল এলাহাবাদ হাইকোর্ট। বিয়ের তিন মাস পর পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক দম্পতি। আদালত সেই আবেদনও খারিজ করে দিয়েছে।
জন্মসূত্রে এক মুসলিম মহিলা বিয়ের জন্য হিন্দু ধর্ম গ্রহণ করেন। আবেদনে ওই দম্পতি জানিয়েছেন, তাঁরা চলতি বছরের জুলাই মাসে বিয়ে করেন। বিয়ের পরেও পাত্রীর বাবা তাঁদের জীবনে হস্তক্ষেপ করছেন। ওই প্রেক্ষিতেই বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী এ দিন বলেন, ‘‘ওই মহিলা ২০২০ সালের ২৯ জুন নিজের ধর্ম পরিবর্তন করেন এবং ৩১ জুলাই বিয়ে করেন। এর থেকে স্পষ্ট বোঝা যায় বিয়ের উদ্দেশ্যেই এই ধর্ম পরিবর্তন’’।
তাই আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করতে রাজি নয় বলে রায়ে জানিয়ে দিয়েছেন বিচারপতি। এর আগে ২০১৪ সালে নূর জাহান বেগমের একটি আবেদনের ভিত্তিতেও একই রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। এ দিন ওই রায়ের কথাও উল্লেখ করা হয়েছে।