Barak UpdatesBreaking News
Section 144 imposed in bordering areas of Cacharকাছাড় সীমান্তে ১৪৪ ধারা জারি
৭ ফেব্রুয়ারি : কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট বর্ণালী শর্মা ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশ দিয়ে উগ্রপন্থীদের সম্ভাব্য অনুপ্রবেশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অবৈধভাবে চোরাচালান / গবাদি পশু পাচার ইত্যাদি যাবতীয় অবৈধ কাজকর্ম রোধ করতে ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছেন।
এই মর্মে প্রকাশিত এই নিষেধাজ্ঞায় জানানো হয়েছে, ইন্দো বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাফেরা করতে পারবেন না l সুরমা নদীতে বা এর তীরবর্তী এলাকায় ওই সময়ে কেউ চলাফেরা করতে পারবেন না। তবে সুরমা নদীতে মাছ ধরার জন্য স্থানীয় নাগরিকদের কাটিগড়া সার্কল অফিসার নির্ধারিত নিয়ম নীতির ভিত্তিতে মাছ ধরার লেসি দিতে পারেন। এছাড়া সীমান্তের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ ঠেলা, রিক্সা বা অন্যান্য যানবাহন দিয়ে চাল, চিনি, কেরোসিন ইত্যাদি নিয়ে চলাফেরা করতে পারবেন না l তবে কাটিগড়া সার্কল অফিসারের কাছ থেকে পারমিট নিয়ে এই সামগ্রীগুলি নিয়ে চলাচল করতে পারবেন। এই নিষেধাজ্ঞা রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই আদেশ আজ থেকে আগামী দু মাস বলবৎ থাকবে।