Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের ৮টি জেলায় একই দিনে পূর্ণাঙ্গ কমিটি
ওয়ে টু বরাক, ৩১ মার্চ : গত ১৭ মার্চ শ্রীগৌরীর মাধবধামে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার এই প্রান্তের অধীন ৮টি জেলায় একই দিনে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা কমিটিগুলো গঠন করে পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়। প্রান্ত স্তরের একেক জন পদাধিকারী ওই সব জেলা বৈঠকের ইনচার্জ ছিলেন।
এদিন প্রান্ত সভাপতি শান্তনু নায়েকের উপস্থিতিতে দক্ষিণ কাছাড় জেলা ও শিলচর জেলায় পৃথক পৃথক ভাবে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন প্রান্তের ট্রাস্টি প্রদীপ কুমার বণিক। সম্প্রতি দক্ষিণ আসাম প্রান্তে নতুন জেলা হিসেবে সংযোজন হয়েছে রামকৃষ্ণ জেলা। রবিবার এই জেলাতেও জেলা বৈঠক আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন ক্ষেত্র ধর্ম প্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মন্ডল। শ্রীভূমি জেলায় উপস্থিত ছিলেন প্রান্ত সম্পাদক সমীর দাস। প্রান্ত সংগঠন মন্ত্রী দিলীপ দেব হাফলং বিভাগের ডিমা হাসাও জেলা এবং উমরাংশু জেলায় উপস্থিত ছিলেন। প্রান্ত সহ সম্পাদক শ্যাম সুন্দর রবিদাস ও সেবা প্রমুখ রতীশ দাস লক্ষীপুর জেলায়, প্রান্ত সহ সভাপতি বিজিত দাস ছিলেন হাইলাকান্দি জেলায়।
এদিন সকাল থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে পশ্চিম কাছাড় জেলার বৈঠক নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্ব করে দুপুর ১টা নাগাদ শুরু হয়। এই সভায় প্রান্ত থেকে উপস্থিত ছিলেন ধর্ম প্রসার প্রমুখ গোপীব্রত গোস্বামী, সহ সভাপতি পরেশ চন্দ্র পাল ও প্রচার প্রসার প্রমুখ।
নব নিযুক্ত জেলা সভাপতি বিধুভূষণ দেবের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিগত বছরের প্রতিবেদন তুলে ধরেন সদ্য প্রাক্তন সম্পাদক অশোক কুমার দাস। পুরনো কমিটি বাতিল বলে ঘোষনা করেন প্রাক্তন জেলা সভাপতি পরেশ চন্দ্র পাল। তারপর জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ঘোষণা করা হয়। সভাপতি বিধুভূষণ দেব, সম্পাদক জিতেন্দ্র চন্দ্র দাস, প্রাক্তন সম্পাদক অশোক কুমার দাসকে সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া আরও তিনজন সহ সভাপতি রয়েছেন। বজরং দল সংযোজক বৈভব নাথ, মাতৃ শক্তি সংযোজিকা নমিতা লোহার, সহ সংযোজিকা মিতালী রায়, দুর্গা বাহিনী সংযোজিকা রুহিনি সাঁওতাল সহ বিভিন্ন আয়াম প্রমুখ সহ ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির কর্মকর্তাদের নাম ঘোষনা করেন প্রান্ত ধর্ম প্রসার প্রমুখ গোপীব্রত গোস্বামী।
অনুরূপভাবে প্রত্যেক জেলায় প্রান্তের দায়িত্বপ্রাপ্তরা জেলা কমিটি ঘোষনা করেন। প্রতিটি জেলা কমিটির সভায় আসন্ন রাম নবমী কার্য্যক্রম, হনুমান জয়ন্তী সহ বিভিন্ন উৎসব সুন্দর ও সুষ্ঠ ভাবে পালন যেন করা হয় এ নিয়ে বিস্তর আলোচনা করেন বক্তারা। নিধি সংগ্রহ, পরিষদ বর্গ, মাতৃ শক্তি বর্গ, দুর্গা বাহিনী বর্গ সহ অন্য আয়াম গুলোর বর্গের দিনক্ষণ ঘোষনা করা হয় সভায়। তাছাড়াও সাংগঠনিক বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।