Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ব হিন্দু পরিষদের মাতৃ শক্তি’র বৰ্গে নিরাময়-এর যোগ কৰ্মশালা
ওয়ে টু বরাক, ১২ মে : যোগ মহোৎসব উদযাপন করছে শিলচর নিরাময় চ্যারিটেবল ট্ৰাস্ট ও নিরাময় যোগ শিক্ষা সংস্থান। এর অঙ্গ হিসেবে যোগ সচেতনতা অনুষ্ঠান, কৰ্মশালা, বিশেষ যোগ সেশন, সাৰ্টিফিকেশন প্ৰোগ্ৰাম, সেমিনার এ সব কৰ্মসূচি রয়েছে সংস্থার।
অনুষ্ঠানমালার অংশ হিসেবে রবিবার বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ-পূৰ্ব প্ৰান্তের সহযোগিতায় ‘উওম্যান্স স্পেশাল যোগ সেশন’ পরিচালনা করে নিরাময়। আয়োজিত হয় এনআইটি সংলগ্ন ‘মধুবন’ ভবনে। বহু প্ৰশিক্ষাৰ্থী স্বতঃস্ফূৰ্তভাবে অংশ নেন এতে। মুখ্য প্ৰশিক্ষক ছিলেন নিরাময়-এর ডিরেক্টর শতাক্ষী ভট্টাচাৰ্য। পদাধিকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সৰ্বভারতীয় সম্পাদক দীনেশ উপাধ্যায়, প্ৰান্ত সংগঠন মন্ত্ৰী দিলীপ দেব, প্ৰান্ত দুৰ্গাবাহিনী প্ৰমুখ পাপিয়া ভট্টাচাৰ্য, প্ৰান্ত মাতৃশক্তি প্ৰমুখ চন্দ্ৰা দাস, নিরাময় চ্যারিটেবল ট্ৰাস্টের সভাপতি শোভন ব্যানাৰ্জি, নিরাময় যোগ শিক্ষা সংস্থানের প্ৰোজেক্ট ডিরেক্টর দিব্য গীতানন্দ প্ৰমুখ।
প্ৰসঙ্গত, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ-পূৰ্ব প্ৰান্তের ‘মাতৃশক্তি প্ৰশিক্ষণ বৰ্গ’ চলছে মধুবনে। আর এখানেই এ দিন সকাল ৬টা থেকে পরিষদের ব্যবস্থাপনায় মহিলাদের জন্য বিশেষ যোগ প্ৰশিক্ষণের উদ্যোগ নেয় নিরাময়। সংস্থা মনে করে, সমাজে নারীদের ভূমিকা গুরুত্বপূৰ্ণ। ফলে, তাঁদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল থাকাটাও গুরুত্ব রাখে। গুরুত্ব রাখে তাঁদের চাপমুক্ত রাখার বিষয়টিও। এই দৃষ্টিভঙ্গি নিয়েই যোগ মহোৎসবে মহিলাদের জন্যও বিশেষ প্ৰশিক্ষণ আয়োজন করছে নিরাময়।
এতে ব্যস্ততম দিনলিপির মধ্যে কমেও ৩০ মিনিট সময় বের করে যোগ প্ৰক্রিয়ার মাধ্যমে কীভাবে শারীরিক ও মানসিক স্বস্তি পেতে পারেন মেয়ে-মায়েরা, তা হাতে-কলমে বুঝিয়ে দেন প্ৰশিক্ষকরা। ব্যতিক্রম ছিল না রবিবারের সেশনেও। আগাগোড়া পূৰ্ণ একাগ্ৰতা দেখা যায় প্ৰত্যেক প্ৰশিক্ষাৰ্থীর মধ্যে।সমাপ্তি প্ৰাৰ্থনা ও জগতের মঙ্গল কামনার সংকপ্লের মধ্য দিয়ে শেষ হয় সেশন।
প্ৰান্ত সংগঠন মন্ত্ৰী দিলীপ দেব গোটা কৰ্মশালা নিয়ে সন্তোষ প্ৰকাশ করেন। আগামী দিনগুলোতে এভাবেই পরিষদ ও নিরাময় মিলে যোগের প্ৰচার-প্ৰসার সহ শারীরিক, মানসিক ও অধ্যাত্মিক শক্তির বিকাশে কাজ করতে পারে বলে আশা প্ৰকাশ করেন তিনি।
প্ৰসঙ্গত, এ বছরের ৮ মাৰ্চ থেকে যোগ মহোৎসবের অনুষ্ঠান শুরু হয়েছে নিরাময়-এর। সবমিলিয়ে শতাধিক কৰ্মসূচি করবে এই যোগ শিক্ষা সংস্থান। গত বছরও যোগ মহোৎসব উদযাপন উপলক্ষে বছরজুড়ে ১০২টি কৰ্মসূচি করেছে নিরাময়। এবারও সবার সহযোগিতায় প্ৰতিটি আয়োজন সফল হবে বলে প্ৰত্যাশা যোগ সংস্থানের কৰ্মকৰ্তাদের।