NE UpdatesHappeningsBreaking News

বিরোধী আসনে বসব, তবু বিজেপিকে নিয়ে সরকার নয়, আগাম ঘোষণা এমজেডপির

ওয়েটুবরাক, ৫ নভেম্বরঃ মিজোরামে ক্ষমতা দখলের জন্য প্রয়োজনীয় শক্তি না থাকলেও বিজেপির সমর্থন নেবে না বলে আগেভাগে জানিয়ে দিয়েছে জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)। সাংবাদিকদের ডেকে দলের কার্যনির্বাহী সভাপতি কে সপডেঙ্গা বলেন, ভোটের পর কোনও পরিস্থিতিতেই তাঁরা গেরুয়াবাহিনীর সঙ্গে জোট বাঁধবেন না। এমনকী বিজেপির সমর্থন ছাড়া সরকার গঠন অসম্ভব হলে তাঁরা আরও একবার বিরোধী আসনে বসার জন্য প্রস্তুত রয়েছেন। তবে তিনি আশাবাদী, জনগণের আশীর্বাদে সরকার গঠনে তাদের কারও সমর্থন লাগবে না, জেডপিএম একক ভাবেই ক্ষমতা দখল করবে।

বিভিন্ন সমীক্ষায় চল্লিশ সদস্যের মিজোরাম বিধানসভা এ বার ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদেরও একাংশের অনুমান, জেডপিএমের সাহায্য ছাড়া কারও পক্ষে সরকার গঠন সম্ভব নয়। এই অবস্থায় কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখতে এমএনএফ এবং জেডপিএমকে নিয়ে বিজেপি ভোট-পরবর্তী মঞ্চ গঠন করতে পারে।

জেডপিএম নেতৃত্ব এমন সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে। মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধীর অভিযোগও তিনি এককথায় খারিজ করে দেন। দুই কংগ্রেস নেতাই জেডপিএমের সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছিলেন। এমএনএফ-কেও একই সারিতে রেখে তাঁরা বলেন, এমএনএফ এবং জেডপিএমই বিজেপিকে মিজোরামে ডেকে এনেছে। এ বার বিজেপি ও আরএসএস মিলে রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতিতে আঘাত হানবে বলে তাঁরা ভোটারদের সতর্ক করে দিয়েছেন।

এর পরই সপডেঙ্গা জানান, কোনও মূল্যেই বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবে না জেডপিএম। দলের কার্যনির্বাহী সমিতি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন-পরবর্তী জোটের ব্যাপারে দলের অবস্থান একেবারে স্পষ্ট বলেই জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker