NE UpdatesHappeningsBreaking News
বিরোধীরা জিতলে ত্রিপুরায় জনজাতি মুখ্যমন্ত্রী হবেন, ইঙ্গিতে বাঙালিদের সতর্ক করলেন শাহ
ওয়েটুবরাক, ১৩ ফেব্রুয়ারি : জনজাতি মুখ্যমন্ত্রী করতে চাইছে সিপিএম। কিন্তু জনজাতি, আদিবাসীদের জন্য কিছুই করেনি এতকাল। ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে রবিবার বাম-কংগ্রেস জোটকে এভাবেই তুলোধোনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের সতর্ক করে দিলেন, বিরোধী জোট জিতলে জনজাতি মুখ্যমন্ত্রী হবেন ত্রিপুরায়৷
সিপিএম, কংগ্রেস ও তিপরা মথার কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, ত্রিফলা ঝামেলা থেকে রেহাই পেতে ডবল ইঞ্জিন সরকার।
তাঁর কথায়, গত ৫ বছরে ত্রিপুরায় উন্নয়ন হয়েছে। প্রথমে বিপ্লব দেব, তারপর মানিক সাহার হাত ধরে এখানে উন্নয়ন হচ্ছে। আগে বহু বছর ক্ষমতায় থেকেও এখানে বামেরা কিছু করেনি।
সিপিএম আগেই তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে জিতেন্দ্র চৌধুরীর নাম ঘোষণা করেছে৷ শাহ অবশ্য তাঁর নাম উচ্চারণ করেননি৷
তিনি বলেন, একলা বিজেপির সঙ্গে লড়তে পারবে না এটা জেনেই বাম-কংগ্রেস জোট করেছে। যারা তাদের সমর্থকদের খুন করেছিল সেই সিপিএমের সঙ্গে জোট করেছে কংগ্রেস। তাদের এ নিয়ে লজ্জা হওয়া দরকার। তারা সকলেই সমান। তারা শুধু দুর্নীতি করতে চায়। তারা উন্নয়ন চায় না। যদি ত্রিপুরায় উন্নয়ন চান তবে বিজেপিক ফের ক্ষমতায় ফিরিয়ে আনুন৷
তাঁর আহ্বান, ২৭ বছর পরে সিপিএম পরিচালিত সরকারের হাত থেকে মুক্ত হয়েছে ত্রিপুরা। সেই সিপিএমকে আর ফিরিয়ে আনবেন না।
এদিকে এবার আসন সমীকরণের নিরিখে ত্রিপুরায় ৫৫টি আসনে প্রাথী দিয়েছে বিজেপি। তাদের সহযোগী আইপিএফটি ৬টি আসনে লড়বে৷ একটি আসনে তাঁরা বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় রয়েছে৷
বামেরা লড়ছে ৪৭টি আসনে। ১৩টি আসনে রয়েছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ২৮টি আসনে প্রার্থী দিয়েছে।