Barak UpdatesHappeningsBreaking News
করোনায় আক্রান্ত হয়ে দুই রেলকর্মীর মৃত্যু, শোকসভা
ওয়েটুবরাক, ১২ জুনঃ কেউ করোনায়, কেউ পোস্ট করোনায়— মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রেহাই নেই এই অঞ্চলের রেলকর্মীদেরও। দুইজন কিছুদিনের মধ্যে প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন আশিস চন্দ্র দে ও কমলেশ ভট্টাচার্য। দুইজনই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন আজ শনিবার তাদের শিলচর শাখা কার্যালয়ে এক শোকসভার আয়োজন করে।
আশিসচন্দ্র দে রেলওয়ে গেটম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেশ কিছুদিন শিলচরের ভ্যালি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৩১ মে মাত্র ৪৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গিয়েছেন স্ত্রী এবং দুই স্কুলপড়ুয়া পুত্র সহ আত্মীয়-পরিজনদের।
কমলেশ ভট্টাচার্য চিকিৎসাধীন ছিলেন গ্রিন হিলস নার্সিং হোমে। আজ বেলা ১টা ৩৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৫ বছর। রেখে গিয়েছেন স্ত্রী, এক কন্যা সহ আত্মীয়-স্বজনদের।
কমলেশবাবু প্রথমে স্টেশনমাস্টার এবং পরে স্টেশন সুপার হয়ে দীর্ঘদিন বিভিন্ন স্টেশনে কাজ করেছেন৷ ২০১৬ সালে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন।
আজকের শোকসভায় প্রয়াত রেলকর্মীদের স্মৃতিচারণ করেন ইউনিয়নের শিলচর শাখার সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কল্যাণ নাথ। উপস্থিত ছিলেন গৌরাঙ্গমোহন দাস, অরুণ মাহাতো, রবি বোস, বিবেক সিং প্রমুখ। শেষে প্রয়াতদের স্মৃতিতে একমিনিট নীরবতা পালন করা হয়।