India & World UpdatesBreaking News
বিরল ঘটনা! রেলের কাছে বাবার পেনশন চাইল রূপান্তরকামী মেয়ে
২৭ জুন : ভারতীয় রেল তো নয়ই, এমন ঘটনা আগে শোনা যায়নি। রেলের ১৬০ বছরের ইতিহাসে এমন ঘটনা বিরল। ৩২ বছরের এক রূপান্তরকামী মহিলা বাবার পেনশনের দাবি করেছিলেন ভারতীয় রেলের কাছে। ২০১৭ সালে মহিলার বাবা পেশায় রেলকর্মী মারা যান। তাঁর পরিবারের পেনশনের জন্যই রেলের দ্বারস্থ হন ওই মহিলা। এদিকে, লিঙ্গ পরিবর্তন করে ‘মেয়ে’ হওয়া সন্তানের পেনশনের ক্ষেত্রে কী গাইডলাইন রয়েছে, সেটা নিয়ে হিমসিম খাচ্ছে কেন্দ্র সরকার।
রেলের এক আধিকারিক বলেন, ২০১৮ সালের মাঝামাঝি ভারতীয় রেলের দক্ষিণ শাখার চেন্নাই দফতরে এক মহিলার কাছ থেকে চিঠি পান। কিন্তু এ ক্ষেত্রে সঠিক নিয়ম না থাকায় সেই চিঠি কেন্দ্রের কাছে পাঠিয়ে দেয় রেল। নিয়ম অনুসারে, পারিবারিক পেনশনের ক্ষেত্রে মৃতের ছেলের বয়স ২৫-এর কম হতে হবে। কিন্তু মৃতের কন্যা সন্তান যদি বিবাহবিচ্ছিন্না, অথবা অবিবাহিত হন, তবে সে ক্ষেত্রে বয়সসীমা থাকে না। আবার মায়ের জীবদ্দশায় তিনি পেনশন পাবেন না, মা-ই পাবেন।
পেনশনের দাবি জানানো মহিলার যুক্তি, তিনি তাঁর বাবার মৃত্যুর আগেই লিঙ্গ পরিবর্তন করে মহিলার জীবন বেছে নিয়েছেন, সুতরাং এ ক্ষেত্রে অবিবাহিত মেয়ে হিসেবে বাবার পেনশন তাঁরই প্রাপ্য। মহিলার চিঠি পাওয়ার পর চেন্নাই দক্ষিণ শাখার উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছিলেন, “ভারতীয় রেলের ১৬০ বছরের সুদীর্ঘ ইতিহাসে এমন দাবি নজিরবিহীন। তাই এই নিয়ে সরকারের নীতি খুব স্পষ্ট নয়।’’ এদিকে, মৃতের সন্তান তামিলনাড়ু ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান দ্বারা স্বীকৃত পরিচয়পত্র জমা দিয়েছেন। তাই বিষয়টি ট্রান্সজেন্ডার কেস হিসেবে দেখা হচ্ছে।