Barak UpdatesHappeningsBreaking News
বিপর্যয়ে মানুষের পাশে থাকতে দীপায়নের নির্দেশে তৎপর দেবাশিসরা
ওয়ে টু বরাক, ২৮ মে : অবিরাম বর্ষণের ফলে বিপর্যস্ত জনজীবন। টানা বর্ষণের ফলে সোমবার শিলচর শহরের নানা জায়গায় মিনি বন্যার আকার নিয়েছে। পাশাপাশি অনেকের ঘরবাড়িতে এ দিন জল ঢুকে যায়। এমন পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নির্দেশে তাঁর পুর প্রতিনিধি তথা বিজেপির মধ্য মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি দেবাশিস সোম সরজমিনে মধ্য মণ্ডল সহ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সমস্যা জর্জরিত লোকদের খোঁজখবর নেন।
মণ্ডল সম্পাদক সঞ্জয় রায় বিজেপির রাজ্য মিডিয়া সেলের সদস্য প্রসেনজিৎ দেব সহ যুব মোর্চার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দেবাশিস দেখা করেন পুরসভার সহ কার্যনির্বাহী আধিকারিক নবোত্তম শর্মার সঙ্গে। আধিকারিককে বর্তমান পরিস্থিতি অবগত করানোর পাশাপাশি জলমগ্ন বিভিন্ন এলাকার জল নিষ্কাশনে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
আধিকারিক শর্মা জানান, সকাল থেকে পুরসভার কনসারভেন্সির টিমকে নিয়ে তিনিও সরজমিনে বিভিন্ন জায়গায় গেছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। এদিকে প্রাকৃতিক বিপর্যয়ের এমন পরিস্থিতিতে জনগণ যাতে পর্যাপ্ত পানীয় জল পেতে পারেন তা নিশ্চিত করতে মধ্য মণ্ডল বিজেপির কর্মকর্তারা দেখা করেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিক প্রদীপ দের সঙ্গেও।
এ দিন বিশেষ করে যেসব এলাকা জলমগ্ন সেইসব জায়গাইয় ছুটে যান দেবাশিস সোমের নেতৃত্বাধীন বিজেপির মধ্য মন্ডলের কর্মকর্তা ও যুব মোর্চার সদস্যরা। এছাড়াও অনেক দলীয় কর্মকর্তাদের বাড়িতে গিয়েও খোঁজখবর করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন কর্মকর্তারা। অন্যদিকে নির্বাচনের কাজে পশ্চিমবঙ্গে অবস্থানরত শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ মধ্য মণ্ডল সভাপতি হীরক চৌধুরীও এ ব্যাপারে যোগাযোগ রক্ষা করে চলছেন বলে জানা গেছে।