NE UpdatesAnalyticsBreaking News
বিনামূল্যে বিদ্যুৎ ! ১ কোটি ঘরে বসছে সোলার
গুয়াহাটি, ৪ ফেব্রুয়ারি ঃ দুদিনের জন্য অসম সফরে এসে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মোট ১১ হাজার ৬০০ কোটি টাকার বৃহৎ প্রকল্প আসামবাসীকে উপহার দিয়েছেন। রবিবার গুয়াহাটির খানাপাড়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বড় ঘোষণা দেন, এখন থেকে বিদ্যুৎ বিল শূন্যের কোঠায় চলে যাবে। প্রথম পর্যায়ে ১ কোটি লোক বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। এই ১ কোটি লোকের ঘরে সোলার বসানো হবে। অর্থাৎ সৌরশক্তির মাধ্যমে এঁদের ঘরে আলো জ্বলবে। সোলার লাগানোর পর বিনামূল্যে বিদ্যুৎ পাবেন এই সুবিধাপ্রাপকরা। পরবর্তীতে অন্যরাও এই সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য সরকার অভিযান চালিয়েছে। এখন কেন্দ্র সরকার বিদ্যুৎ বিল জিরো করার জন্য কাজ শুরু করেছে। বাজেটে সরকার রুফটপ সোলার বসানোর জন্য অনেক বড় ঘোষণা করেছে। প্রথম পর্যায়ে গোটা দেশের ১ কোটি পরিবারকে সোলার রুফটপ লাগানোর জন্য সরকার সহায়তা করবে। এতে সাধারণ পরিবার বিনামূল্যে তো বিদ্যুৎ পাবেই, পাশাপাশি নিজের পরিবারে উৎপন্ন হওয়া বিদ্যুৎ অন্যদের বিক্রি করে রোজগারও করতে পারবেন। প্রসঙ্গত, বাজেটেও দেশের ৩ কোটি পরিবার বিনামূল্যে বিদ্যুৎ পাবেন বলে উল্লেখ করা হয়েছে।