India & World UpdatesHappeningsBreaking News
বিধি ঘোষণা করল কেন্দ্র, সিএএ বলবৎ
ওয়েটুবরাক, ১১ মার্চ : ঠিক লোকসভা ভোটের আগে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সোমবার এ সংক্রান্ত বিধি ঘোষণা করা হয়েছে। সে অনুসারে মঙ্গলবার থেকেই নতুন আইন মেনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে তাঁদের। পরিবারের যে কোনও একজন বাকিদের জন্য আবেদন করতে পারবেন।
২০১৯ সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ করা হয়েছিল।