NE UpdatesHappeningsBreaking News
বিধায়ক পদে ইস্তফা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক
ওয়েটুবরাক, ১৬ মার্চ: বিধায়ক পদে ইস্তফা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ সদ্য সমাপ্ত নির্বাচনে ত্রিপুরার বিধানসভার সদস্য হয়েছিলেন তিনি। বুধবার শপথগ্রহণের দিনেই বিধানসভার প্রোটেম স্পিকার বিনয়ভূষণ দাসের কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এর ফলে ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ল।
প্রতিমা পশ্চিম ত্রিপুরা লোকসভার আসন থেকে জয়ী হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন। তা সত্ত্বেও তাঁকে ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছিল বিজেপি। সেখান থেকে তিনি জয়ী হবার পর তাঁকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছিল। কিন্তু বিজেপি ফের মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেয়। দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিমাকে পুরনো দায়িত্বে নজর দিতে পরামর্শ দেয়।
বিধায়ক পদে ইস্তফার পর প্রতিমা বললেন, “দলের নির্দেশ মেনে বিধানসভার সদস্য পদ ছেড়ে দিয়েছি।”