Barak Updates
বিধানসভায় অনশনে কমলাক্ষ, অধ্যক্ষের অনুরোধে প্রত্যাহার
২৬ জুলাইঃ বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই সবাইকে চমকে দিলেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বরাক উপত্যকার প্রতি বঞ্চনার অভিযোগ এনে ব্যানার হাতে অনশনে বসে পড়েন। বড় হরফে বরাক বঞ্চনার কথা বলা হলে আসলে কমলাক্ষবাবুর ওই কার্যসূচি ছিল করিমগঞ্জে বিদ্যুতযন্ত্রণার অবসানের দাবিতে। এই ইস্যুতে তাঁর সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে, ১৩২ কেভি সাব-স্টেশন করিমগঞ্জে দ্রুত স্থাপন করতে হবে। বিষয়টি অধ্যক্ষ হীতেন্দ্রনাথ গোস্বামীর নজরে যেতেই তিনি করিমগঞ্জের বিধায়ককে অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। তাঁর উদ্যোগে যে শনিবারের অধিবেশনে দিনভর বরাক উপত্যকা নিয়েই আলোচনা হবে, সে কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। তাঁকে সেই অধিবেশনেই সমস্ত সমস্যার কথা বলতে বলেন অধ্যক্ষ গোস্বামী। ফলে আধঘণ্টা পরেই অনশন ভঙ্গ করতে হয় কমলাক্ষবাবুকে।
English text here