NE UpdatesHappeningsBreaking News
বিধানসভার অধিবেশনে একসঙ্গে ৫০ শতাংশ বিধায়ক থাকবেন
২৮ আগস্ট: সোমবার থেকে অসমে চার দিনের বিধানসভা অধিবেশন বসবে। কোভিড সতর্কতায় একসঙ্গে ৫০ শতাংশ বিধায়ক উপস্থিত থাকতে পারবেন। রাজনৈতিক দলগুলিকে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ মন্ত্রীদেরও সকলে একসঙ্গে ভিতরে থাকবেন না। যাঁর যখন জবাব দেওয়ার তখন তিনি ঢুকবেন।
করোনায় সংক্রমিতের সংখ্যা অসমে লক্ষ্য ছুঁয়ে ফেলল৷ মৃতের সংখ্যা ২৮০ জন। তাই বিধানসভার অধিবেশন নিয়ে কেউ ঝুঁকি নিতে নারাজ৷ মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ জানান, মানুষ এখনও স্বাস্থ্যবিধি ঠিকমতো মানছেন না। ফলে রাজ্যজুড়ে ফের লকডাউন ঘোষণা করা হতে পারে। এর মধ্যে আবার রাজ্যে ১৫ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার৷