Barak UpdatesHappeningsBreaking News
বিদ্যুতের ছোবল অস্বীকার, সুজনের মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় পুজো আয়োজকরা
ওয়েটুবরাক, ৩০ সেপ্টেম্বরঃ উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর খবর সত্য নয় বলে দাবি করলেন পূজা কমিটির কর্মকর্তারা। শুক্রবার রাতে সাংবাদিকদের ডেকে কমিটির উপদেষ্টা শঙ্কর রায়, সভাপতি প্রবীর দেব, সম্পাদক সায়ন রায়, কার্যকরী সভাপতি রবীন্দ্র চক্রবর্তীরা জানান, বৃহস্পতিবার রাতে মণ্ডপে অসুস্থ হয়ে পড়েন সুজন দাস নামে এক কর্মী৷ দ্রুত তাকে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে থেকে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজে। সেখানেই রাত দুইটা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন সুজন। কিন্তু কী কারণে সুজন অসুস্থ হয়ে পড়ল, তা তাঁরা জানেন না বলেই সাংবাদিকদের শোনান । তবে বিদ্যুতের ছোবলের কোনও ঘটনা মণ্ডপে ঘটেনি বলেই তাঁরা জানান । ময়নাতদন্তের রিপোর্টে সুজনের মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে বলে দাবি করেন তাঁরা৷
পুজো আয়োজকরা এও জানান, শিলচর মেডিক্যাল কলেজে সুজনের মৃত্যু হয়েছে জেনেই তাঁরা শোকস্তব্ধ৷ শুক্রবারই তাঁর অন্ত্যেষ্টির জন্য আর্থিক সহায়তা করা হয়৷ পুজোর পর আরও কী করা যায়, ভেবে দেখছেন তাঁরা৷ তাঁর মৃত্যুতে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মণ্ডপ বন্ধ রাখা হয়েছিল। সন্ধ্যায় মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বলে তাঁরা জানিয়েছেন।