NE UpdatesHappeningsBreaking News
বিদেশমন্ত্রী জয়শঙ্করের নেতৃত্ব অসমে ৪৫টি দেশের প্রতিনিধি দল

গুয়াহাটি, ২৩ ফেব্রুয়ারি : অ্যাডভান্টেজ আসামকে সামনে রেখে বিদেশমন্ত্রী এস জয়শংকরের নেতৃত্বে ৪৫টি বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা আজ অসমে এসে পৌঁছেছেন। যোরহাটের ররৈয়া বিমানবন্দরে রবিবার রাতে বিদেশমন্ত্রী জয়শঙ্করের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি এসে পৌঁছয়। বিমানবন্দরে এই প্রতিনিধি দলকে অসম সরকারের হয়ে স্বাগত জানান কৃষিমন্ত্রী অতুল বরা, মরিয়ানির বিধায়ক রূপজ্যোতি কুর্মি সহ অন্যরা। যোরহাট বিমানবন্দর থেকে এই দলটিকে এরপর নিয়ে যাওয়া হয় কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে।
রবিবার রাত কাজিরঙ্গা জাতীয় উদ্যানে কাটিয়ে সোমবার সকালে প্রতিনিধি দলের সদস্যরা কাজিরঙ্গার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করবেন। কাজিরাঙ্গা থেকে যোরহাট বিমানবন্দর হয়ে এই প্রতিনিধি দল গুয়াহাটিতে যাবে অ্যাডভান্টেজ আসামে অংশগ্রহণ করার জন্য। প্রতিনিধিদের স্বাগত জানানোর পর মন্ত্রী অতুল বরা বলেছেন, আজকের দিনটি অসমের জন্য এক ঐতিহাসিক দিন। অ্যাডভান্টেজ অসমে অংশগ্রহণ করার জন্য বাইরের দেশের ৪৫ জন প্রতিনিধি এ রাজ্যে এসেছেন।