NE UpdatesAnalyticsBreaking News
বিজেপি থেকে অবসরের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখলেন বিধায়ক শিলাদিত্য
১৪ জুলাই : ৪৮ ঘণ্টার মধ্যেই নিজের কড়া অবস্থান থেকে সরে এলেন বিধায়ক শিলাদিত্য দেব। মঙ্গলবার তিনি দল থেকে অবসর নেবেন বলে দুদিন আগে জানিয়ে রেখেছিলেন। কিন্তু এ দিন নিজের বাড়িতে সাংবাদিকদের ডেকে হোজাইয়ের বিধায়ক বলেন, এক সপ্তাহের জন্য তাঁর অবসরের সিদ্ধান্ত স্থগিত রাখছেন। বিধায়ক জানান, সোমবার তিনি গুয়াহাটি যাওয়ার পর হিমন্তবিশ্ব শর্মা সহ দলীয় নেতৃত্বের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। ফলে এক সপ্তাহের জন্য তিনি অবসর গ্রহণের সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর অবসর গ্রহণের খবর পেয়ে এই বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন।
প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ উগরে দল থেকে ‘অবসর’ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছিলেন হোজাইয়ের বিজেপি বিধায়ক। রবিবার জোড়াপুখুরিতে তাঁর বাড়িতে সাংবাদিকদের ডেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বিধায়ক নিজেই। তিনি মঙ্গলবার জানান, আগামী এক সপ্তাহ দলীয় কোনও কাজ করবেন না। তবে বিধায়কের দায়িত্ব অবশ্যই পালন করে যাবেন। শিলাদিত্য বলেন, তাঁর বেশ কয়েকটি দাবি রয়েছে, এগুলি পূরণ করতে হবে দলীয় নেতৃত্বকে। তাঁর মতে, দলীয় কার্যকর্তারা এখন সুরক্ষিত নন। এঁরা আজ পর্যন্ত কিছুই পাননি। হোজাই জেলা সমিতিকেও ঢেলে সাজাতে হবে বলে দাবি করেছেন তিনি।