India & World UpdatesHappeningsBreaking News
বিজেপির মান বাঁচাল উত্তরপ্রদেশ, ওড়িশায় বিজেডি
ওয়েটুবরাক, ১৪ মে : কর্নাটক ধরাশায়ী করার পর উত্তরপ্রদেশ কিছুটা মান বাঁচাল গেরুয়া শিবিরের। দেশের তিনটি বিধানসভা ও একটি লোকসভা আসনে উপনির্বাচন হয়েছিল, জয়ের মুখ দেখেছে তারাই।
উত্তরপ্রদেশের সুয়ার ও ছানবি দুটি আসনই দখলে রেখেছে বিজেপির জোটসঙ্গী আপনা দল (সোনেলাল)। পাঞ্জাবে জলন্ধর লোকসভা আসন কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি।
ওডিশায় ঝাড়সুগুডা আসন দখলে রেখেছে বিজু জনতা দল। আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন ওডিশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস। তিনি তখন ঝাড়সুগুডার বিধায়ক ছিলেন। তাই সেই আসনে উপনির্বাচনে হয়৷ প্রয়াত মন্ত্রীর স্ত্রী দীপালি দাসকে দাঁড় করিয়ে বিজু জনতা দল আসনটি দখলে রেখেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির টঙ্কাধর ত্রিপাঠীকে ৪৮,৭২১ ভোটে হারান দীপালি দাস। জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেস প্রার্থীর।