NE UpdatesHappeningsBreaking News
বিকেলে ত্রিপুরায় শপথ নেবেন আরও তিন মন্ত্রী
ওয়েটুবরাক, ৩১ আগস্টঃ আরও তিন বিধায়ককে অন্তর্ভুক্ত করে ত্রিপুরায় মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটাতে চলেছেন বিপ্লবকুমার দেব। মঙ্গলবার বিকালেই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন মন্ত্রীরা হলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি রামপ্রসাদ পাল, যুবনেতা সুশান্ত চৌধুরী ও রাজ্যের উত্তর অংশের নেতা ভগবানচন্দ্র দাস। তিনজনই বিধানসভা নির্বাচনে প্রথমবার জিতে আসা। তফশিলি জাতির নেতা হিসেবে ৪৭ বছর বয়সী ভগবানচন্দ্র দাসকে মন্ত্রিসভায় নেওয়ার দাবি সেই শুরু থেকেই।
২০২৩ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস নতুন করে এসে ঘাঁটি গেড়ে বিজেপির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় সরকার ও দলকে অধিকতর শক্তিশালী করে তুলতে সচেষ্ট হয়েছে গেরুয়া নেতৃত্ব।
২০১৮ সালের ৯ মার্চ ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট মন্ত্রিসভা গঠিত হয়। তখন থেকেই তিনটি মন্ত্রিপদ ফাঁকা পড়ে ছিল। ২০১৯ সালের মে-তে সুদীপ রায়বর্মণকে মন্ত্রিসভা থেকে অপসারণের দরুন সংখ্যাটা চারে দাঁড়ায়। ফলে আজ মন্ত্রিসভা সম্প্রসারণের পরও একটি আসন ফাঁকা থেকে যাবে।