NE UpdatesHappeningsBreaking News
বাল্যবিবাহ খেতে গিয়ে প্রথম গ্রেফতার রাজ্যে
গুয়াহাটি, ৯ ফেব্রুয়ারি : আসাম সরকারের কঠোর নির্দেশে রাজ্যে বাল্যবিবাহ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এতোদিন বাল্যবিবাহ যিনি করেছেন বা পরিবারের লোকজনকেই পুলিশ গ্রেফতার করেছে। এই প্রথম এমন লোকদের বিরুদ্ধেও অভিযান শুরু হয়েছে, যারা বাল্যবিবাহের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আতিথ্য গ্রহণ করেছেন। বৃহস্পতিবার পুলিশ এমনই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বাল্যবিবাহের অনুষ্ঠানে খেতে যাওয়া প্রথম ব্যক্তিকে বৃহস্পতিবার বঙাইগাওয়ে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বঙাইগাওয়ের ২ নং সুপারিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে জহির আলি মণ্ডল নামের এক ব্যক্তিকে। ভাতিজার বাল্যবিবাহ খেতে গিয়ে তিনি গ্রেফতার হয়েছেন। গেরুকাবাড়ি পুলিশ তাকে গ্রেফতার করে। রাজ্যে বাল্যবিবাহ খেতে গিয়ে এই প্রথম কোনও ব্যক্তি গ্রেফতার হলেন।