India & World UpdatesHappeningsBreaking News
বালোচিস্তানে বিদ্রোহীদের হত্যা করে পণবন্দি ট্রেনযাত্রীদের উদ্ধার
ওয়েটুবরাক, ১৩ মার্চ: বালোচিস্তানে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। মুক্ত করা হয়েছে ৩০০-র বেশি পণবন্দিকে। বিদ্রোহীরা সকলেই নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছেন পাকিস্তান সেনার এক আধিকারিক। অভিযানে পাক সেনার ২৮ জন সদস্যের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, ‘‘৩৪৬ জন পণবন্দিকে মুক্ত করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ৩০ জন সন্ত্রাসবাদী নিহত।’’
জাফর এক্সপ্রেসে পাক সেনার ২৭ জন আধিকারিক সাধারণ যাত্রী হিসাবে ছিলেন। তাঁরা কর্তব্যরত অবস্থায় ছিলেন না। তাঁদের প্রত্যেকের মৃত্যু হয়েছে। এই খবর নিশ্চিত করেছে পাক সেনা। এ ছাড়া, বিদ্রোহীদের সঙ্গে গুলির লড়াইয়ে সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। মোট মৃত সেনার সংখ্যা ২৮ জন।