India & World UpdatesAnalyticsBreaking News
বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত নদীভ্রমণ, ১৩ জানুয়ারি সূচনা করবেন মোদি
১ জানুয়ারি : উত্তর প্রদেশের বারাণসী থেকে আসামের ডিব্রুগড় পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীপথে ভ্রমণের সূচনা করবেন প্রধানমন্ত্রী। আগামী ১৩ জানুয়ারি এর উদ্বোধন করবেন তিনি। এই যাত্রা হবে বাংলাদেশের মধ্য দিয়ে। বিলাসবহুল জলযানটি ৫০ দিনে ৪ হাজার কিলোমিটার জলপথ পরিক্রমা করবে। গঙ্গা, ভাগিরথী, হুগলি, ব্রহ্মপুত্রের মতো নদীপথ ধরে এগোবে এই জলযান। এই যাত্রায় ১১০০ কিলোমিটার যাবে বাংলাদেশের ওপর দিয়ে।
প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের কোনও যাত্রার সঙ্গে এর তুলনা হবে না। এই যাত্রা ভারতীয় ক্রুজ ইন্ডাস্ট্রিকে প্রতিফলিত করবে। মোদি নিজেই জানান, এই যাত্রার সূচনা হবে ১৩ জানুয়ারি। সূত্রের খবর অনুযায়ী, পুরো যাত্রায় কমপক্ষে ৫০টি পর্যটনস্থল ঘুরে দেখা যাবে। এর মধ্যে রয়েছে কয়েকটি ঐতিহাসিক স্মারক, বারাণসী ঘাটের আরতি, কাজিরঙ্গা জাতীয় উদ্যান, সুন্দরবন ইত্যাদি।