India & World UpdatesBreaking News
বানভাসিদের সাহায্যে উত্তরাখণ্ড সরকারের ৫ কোটি অনুদান, এগিয়ে এল বহু সংগঠন
২৭ জুলাই : আসামের বন্যাক্রান্তদের সাহায্যে ৫ কোটি টাকার সাহায্য ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই সাহায্য দেবেন বলে জানিয়েছেন। তিনি আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে টেলিফোনে কথা বলে রাজ্যের বন্যা পরিস্থিতি ও দুর্যোগে ক্ষয়ক্ষতির খোঁজ নেন। তিনি উদ্ধার অভিযানে আসাম সরকারের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। সর্বানন্দ সোনোয়াল রাজ্য সরকারের পক্ষে উত্তরাখন্ড সরকারের এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রতিমন্ত্রী ভবেশ কলিতা অনুদান দিয়েছেন। অগপ বিধায়নী দল বন্যা দুর্গতদের সাহায্যে মুখ্যমন্ত্রী সোনোয়ালের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে আরও সাহায্য এসেছে। বিধায়ক গুরুজ্যোতি দাস, বিধায়ক অশোক সিংঘল, মঙ্গলদৈ কলেজ অধ্যক্ষ খগেন্দ্র নাথ, একই কলেজের অধ্যাপক প্রতিভা ডেকা, সাংবাদিক কমলেশ বর্মন প্রমুখ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বানভাসিদের সাহায্যে এগিয়ে এসেছে আসাম খনিজ সম্পদ উন্নয়ন নিগম, আসাম গ্যাস কোম্পানি, আসাম পেট্রো কেমিক্যালস, ডালমিয়া সিমেন্ট, পতঞ্জলি, চা জনজাতি কল্যাণ সঞ্চালকালয়, মাড়োয়ারি মহিলা একতা মঞ্চ, আইএএস আধিকারিক পত্নীদের সংস্থা প্রেরণা ইত্যাদি বিভিন্ন সংগঠনও।