Barak UpdatesBreaking News

বাজেটে সকলের মনজয়ের চেষ্টা হিমন্তের

৬ ফেব্রুয়ারিঃ হিমন্ত বিশ্ব শর্মা চতুর্থবার অসম বিধানসভায় বাজেট পেশ করলেন। বুধবারের বাজেটের উল্লেখযোগ্য দিকগুলিঃ

Rananuj

  • বছরে ৫ লক্ষ টাকা কম আয়ের পরিবারের মেয়েবিয়েতে সরকার ১ তোলা স্বর্ণ উপহার দেবে। যার বর্তমান বাজারমূল্য ৩৮ হাজার টাকা।

* প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলেই ই-বাইক।

* চা জনগোষ্ঠীর কলেজ পড়ুয়াদের জন্য মাসে ১০ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে।

  • ৪৫ বছরের নীচে কেউ বিধবা হলেই তাতক্ষণিক সংকট মেটাতে ২৫ হাজার টাকা সাহায্য দেবে সরকার। এ ছাড়া, ওই মহিলার ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত মাসে ২৫০ টাকা প্রদান করা হবে। ৬০ বছর হলে শুরু হবে বার্ধক্য ভাতা।
  • চা বাগানের ৪ লক্ষ পরিবারে বিনামূল্যে চাল দেওয়া হবে। চিনি মিলবে ২ টাকা প্রতি কেজি।

* বার্ষিক ২ লক্ষ টাকা কম আয়ের পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ।

  • ৫৩ লক্ষ গরিব পরিবারে ১ টাকা কেজি দরে চাল দেওয়ার নতুন প্রকল্প শুরু হবে।
  • শতাধিক বছরের পুরনো ১০৮টি ধর্মস্থানকে ১০ লক্ষ টাকা করে এককালীন সাহায্য প্রদান করা হবে।
  • সরকারি বা প্রাদেশিকীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের আবাসিকদের মাসে ৭০০ টাকা করে বছরে ১০ মাস মেস ফি দেওয়া হবে। এ ক্ষেত্রে অভিভাবকের আয়ের সীমা বিচার্য নয়।
  • নবম-দশম শ্রেণির ছাত্রদেরও বিনামূল্যে ইউনিফর্ম। তাদের জন্য বরাদ্দ থাকবে ৭০০ টাকা করে। অন্যদিকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য আগে বরাদ্দ ছিল ৪০০ টাকা করে। এ বার থেকে তা ৬০০ টাকা।
  • শিক্ষার জন্য ঋণ নিলেই ৫০ হাজার টাকা মকুব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker