NE UpdatesHappeningsBreaking News
বাঘজানে ক্ষতিপূরণ ইস্যুতে উত্তেজনা, ম্যাজিস্ট্রেট জখম, ১৮ মহিলা গ্রেফতার
৭ ডিসেম্বর: বাঘজানের ঘরছাড়াদের ক্ষতিপূরণ প্রদানে অনিয়মের অভিযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলারা দল বেঁধে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের আক্রমণ করে। তাদের দমাতে শুরুতে পুলিশকে হিমশিম খেতে হয়। পরে এরা লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোঁড়ে। বিক্ষোভকারীরা পাল্টা ইট-পাথর ছোঁড়ে।
শনিবার বাঘজান-গটং সেতুর মুখে অবরোধ গড়ে তুলেছিলেন প্রচুর মহিলা৷ আচমকা তা হিংস্র চেহারা নেয়৷ সেতুমুখে থাকা পুলিশের অস্থায়ী শিবিরে ভাঙচুর চালান তারা। তাদের ঢিলে মাথায় আঘাত লেগে তিনসুকিয়া সিভিল হাসপাতালে ভর্তি হন ম্যাজিস্ট্রেট জয়দীপ রজক। পুলিশ পরে ১৮ জন মহিলাকে গ্রেফতার করে৷ পরিস্থিতি এখনও থমথমে৷