Barak UpdatesHappeningsBreaking News
বাগান শ্রমিকদের ২০ শতাংশ পুজোর বোনাস চেয়ে মুখ্যমন্ত্রীকে চার সংগঠনের স্মারকপত্র
ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর : চারটি শ্রমিক সংগঠন এনটিইউআই, এআইইউটিইউসি, টিইউসিসি এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়ন যৌথ উদ্যোগে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করে। জেলা প্রশাসনের মাধ্যমে পাঠানো স্মারকপত্রে চা শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস প্রদান এবং একমাস পূর্বেই ঘোষণা, বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করা, ন্যূনতম মজুরি আইনের আওতায় চা শ্রমিকদের মজুরি প্রদানের দাবি জানানো হয়।
স্মারকপত্রে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ আন্দোলনের পর গত ২২ আগস্ট আসাম সরকার চা শ্রমিকদের মজুরি ২৭ টাকা বৃদ্ধি করে। ফলে এখন থেকে ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের মজুরি হয় ২৩২ টাকা আর বরাক উপত্যকার চা শ্রমিকদের মজুরি ২১০ টাকা। বর্তমান সময়ে এই টাকায় কারো পরিবার প্রতিপালন সম্ভব নয়। স্মারকপত্রে এও উল্লেখ করা হয় যে ভারত সরকারের নূন্যতম মজুরি আইনের আওতায় চা শ্রমিকদের দীর্ঘ বছর ধরে না আনার ফলে তারা ন্যায়সঙ্গত মজুরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া প্রতি বছর পূঁজোর আগে শ্রমিকদের বোনাস প্রদানের ক্ষেত্রে নানা ধরনের টালবাহানা লক্ষ্য করা যায়।
শ্রমিকদের পক্ষ থেকে ২০% বোনাস প্রদানের দাবি জানানো হলেও পূঁজোর ঠিক আগ মুহূর্তে চা বাগান কর্তৃপক্ষ তার চেয়ে বহু কম বোনাস প্রদান করে। কিন্তু উৎসবের ঠিক আগ মুহূর্তে শ্রমিকদের পক্ষে আন্দোলন সংগঠিত করা সম্ভব হয় না। তাই শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে ১ মাস আগে বোনাস ঘোষণার দাবি উত্থাপন করা হয়। স্মারকপত্রে স্বাক্ষর করেন মৃণাল কান্তি সোম, সুব্রত চন্দ্র নাথ, মানস দাস ও রাজু দেবনাথ এবং স্মারকপত্রে প্রদানকালে উপস্থিত ছিলেন ফারুক লস্কর, অরিন্দম দেব, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ৷