Barak UpdatesHappeningsBreaking News
বাকি থাকা লোকদের খুঁজে বার করে ভ্যাকসিন দিতে ময়দানে জেলাশাসক
ওয়েটুবরাক, ২৮ অক্টোবর : একশ শতাংশ লোককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে তৎপর হয়ে উঠেছে কাছাড় জেলা প্রশাসন৷ ভ্যাকসিন না দেওয়া লোকেদের খুঁজে বের করে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ তা তদারকি করতে জেলাশাসক কীর্তি জল্লি ঘরে ঘরে যাচ্ছেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার তিনি ধলাই এলাকার সদাগ্রাম এবং পার্শ্ববর্তী আরও কিছু এলাকায় ভ্যাকসিন না দেওয়া লোকেদের খুঁজে বের করেন৷ ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেন। টিকা প্রদানের জন্য জেলাশাসক নিজে এ দিন এক ভ্রাম্যমান টিকাদানকারী টিমের নেতৃত্ব দেন।
উল্লেখ্য, সমগ্র জেলায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দিতে বাকি থাকা লোকদেরকে চিহ্নিত করে ভ্যাকসিন দেওয়ার কাজ এগিয়ে চলেছে। ফলে খুব শীঘ্রই সমগ্র জেলায় একশ শতাংশ দেওয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে। ভ্যাকসিনের জন্য জনসাধারণকে তাদের নিকটবর্তী সরকারি হাসপাতালে যোগাযোগ করতে স্বাস্থ্য বিভাগ থেকে অনুরোধ জানানো হচ্ছে৷