Barak UpdatesHappeningsBreaking News

বাইক চোর চক্রের বিরুদ্ধে সফল অভিযান কাছাড়ে, উদ্ধার ২০টি বাইক-স্কুটি, ধৃত ৮

ওয়েটুবরাক, ৮ জুন : বাইক চোর চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল কাছাড় পুলিশ৷ চোরেদের দখল থেকে উদ্ধার করা হয়েছে ১১টি বাইক ও ৯টি স্কুটি৷ শিলচর শহরের বিভিন্ন জায়গা থেকে সেগুলি চুরি গিয়েছিল৷ গ্রেফতার করা হয়েছে আটজনকে৷ তাদের মধ্যে এআইইউডিএফ নেতা নন্দবাবু সিংও রয়েছে৷ তিনি ২০১১ সালে তালাচাবি প্রতীকে উধারবন্দ আসনে প্রতিদ্বন্ধিতা করে পরাস্ত হন৷

ধৃত বাকি সাতজন মধুরবন্দের শাকিল লস্কর, চিরুয়ার দিলোয়ার হোসেন লস্কর, আফজল হোসেন লস্কর, আবুল হোসেন লস্কর, নজরুল সরণির রুবেল হোসেন লস্কর, বাদ্রীপার বীনবস্তির রঞ্জিত রবিদাস, আনিপুর বাগানের ইউসুফ আলি৷ এদের সকলের বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে৷ শুধু নন্দবাবু সিং ৬০ বছরের প্রবীণ৷ রংপুরে তার বাড়ি থেকেও চুরির বাইক-স্কুটি উদ্ধার করা হয়৷

কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, এরা শিলচর সহ বরাক উপত্যকা থেকে মোটর সাইকেল চুরি করে নাগাল্যান্ড-মণিপুরে নিয়ে বিক্রি করে৷ সেখানে তাদের নেটওয়ার্ক রয়েছে৷ এরাই নতুন নম্বরে রেজিস্ট্রেশন বার করে বিক্রির ব্যবস্থা করে৷

অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং সদর থানার ওসি অমৃতলাল সিংকে পাশে বসিয়ে তিনি শোনান এই অভিযানে সাফল্যের কাহিনি৷ মাহাত্তা বলেন, এক বাইক চোরকে গ্রেফতার করেই তারা সকলের সন্ধান পেয়ে যান৷ পরে বিভিন্ন স্থানে হানা দিয়ে তুলে আনা হয় বাইক-স্কুটিগুলি৷ সঙ্গে বেশকিছু ডুপ্লিকেট চাবি, নম্বর প্লেটও বাজেয়াপ্ত করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker