NE UpdatesHappeningsAnalyticsBreaking News
বাংলা সাহিত্য সভা ডিব্রুগড়ের রবীন্দ্র জয়ন্তী-বিদ্যার্থী সংবর্ধনা
ওয়ে টু বরাক, ১২ মে : বাংলা সাহিত্য সভা অসমের ডিব্রুগড় শাখা গত ১০ মে ডিব্রুগড়ের ঐতিহ্য মন্ডিত ইন্ডিয়া ক্লাব অ্যান্ড থিয়েট্রিকাল ইনস্টিটিউশনের প্রেক্ষাগৃহে আয়োজন করে “রবীন্দ্র জয়ন্তী এবং বিদ্যার্থী সংবর্ধনা” অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন ডিব্রুগড়ের মেয়র তথা বাংলা সাহিত্য সভার কেন্দ্রীয় সমিতির সদস্য ড. সৈকত পাত্র, শাখা সভাপতি ড. আলোক সরকার, ঊষা পাত্র, অতীশ বাগচি এবং মৌসুমী বাগচি। সঙ্গে সহযাত্রীদের সমবেত সঙ্গীত ও কল্পবৃক্ষে জল দান করা হয়।
শাখা সভাপতি ড. অলোক সরকারের স্বাগত ভাষণের পর ড. সৈকত পাত্র বাংলা সাহিত্য সভার বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক ও শৈক্ষিক কর্মের কথা উল্লেখ করেন। ওইদিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় বর্ণালী রায় ও পিয়ালী নন্দীর একক নৃত্য, নৃত্য,আবৃত্তি, রবীন্দ্রসংগীত। সমবেত নৃত্য পরিচালনায় ছিলেন মৌসুমী গোস্বামী রায়, রাখি বাগচি ও মীতাক্ষী দে।
এ দিন সন্ধ্যায় বিশেষভাবে ‘নানা রবীন্দ্রনাথের একখানি মালা’ শীর্ষক একটি আলোচনাও হয়। অংশগ্রহণে ছিলেন ড. শেখর পুরকায়স্থ, ড. স্বপ্না নাথ উপাধ্যায় এবং ড. শেখর চক্রবর্তী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডিব্রুগড় জেলার মোট আটটি স্কুলের ৯৭ জন ছাত্রছাত্রী, যারা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় বাংলা বিষয়ে ৬০ শতাংশ বা তদোর্দ্ধ নম্বর পেয়েছে তাদের উত্তরীয়, শংসাপত্র এবং স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়।
ডিব্রুগড় জেলার যে আটটি বাংলা মাধ্যমের স্কুলের ছাত্রছাত্রীরা এই সংবর্ধনা লাভ করে সে স্কুলগুলি হলো ১) শ্যামা প্রসাদ হাইস্কুল, ভাদোইপাচালি ২) লাল বাহাদুর শাস্ত্রী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুলিয়াজান ৩) ভিক্টোরিয়া গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, ৪) নাহারকাটিয়া বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৫) শান্তিপাড়া বঙ্গীয় মাধ্যমিক বিদ্যালয়, ৬) নালিয়াপুল বঙ্গীয় বিদ্যালয়, ৭) ডিব্রুগড় রেলওয়ে স্কুল, ৮) ডিব্রুগড় বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
এই স্কুলগুলির বাংলা বিষয় শিক্ষকদের হাতেও সভার পক্ষ থেকে একটি সম্মাননা পত্র ফ্রেম করে দেওয়া হয়। সেইসঙ্গে প্রধান শিক্ষকবৃন্দকেও সংবর্ধনা জানানো হয়। সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদেরও মঞ্চে সংবর্ধনা জানানো হয়। তাঁদের মধ্যে ছিলেন বাংলা সাহিত্য সভা অসমের ডিব্রুগড় শাখার সভাপতি ড. অলোক সরকার, সভার উপদেষ্টা অতীশ বাগচী, সভার দুই কেন্দ্রীয় উপদেষ্টা ড. সৈকত পাত্র ও মৌসুমী বাগচী, সারদা সংঘের সভাপতি ঊষা পাত্র, সারদা সংঘের সম্পাদক রাজশ্রী দত্ত ,সঞ্জয় ভট্টাচার্য, প্রণব ভট্টাচার্য, ডি.এইচ্.এস.কে.কমার্স কলেজের অধ্যক্ষ ড. খনীন্দ্র মিশ্র ভাগবতী, ওই কমার্স কলেজেরই QAC সমন্বয়ক ড. টঙ্ক প্রসাদ উপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল মুখার্জী, ইন্ডিয়া ক্লাব অ্যান্ড থিয়েট্রিকেল ইন্সটিটিউশন-র সম্পাদক তীর্থ চক্রবর্তী, মার্শাল আর্ট-এর বিশিষ্ট শিক্ষক নির্মলকান্তি শীল, শিক্ষিকা কানন দাস, মানস দাস, অরুণোদয় ভট্টাচার্য, দন্ত বিশেষজ্ঞ ডা: শুভদ্বীপ পাল, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মনীষা দাস, সাংবাদিক মুন্না ঘাটোয়ার, বিশিষ্ট অতিথি প্রণব ভট্টাচার্য, ভাষ্কর্য শিল্পী অম্বরেশ ভট্টাচার্য প্রমুখ।
ডিব্রুগড় শাখার সহযাত্রী সুস্মিতা সরকার, মোহনা বণিক, তুলসী দত্ত, সুব্রত রায়, কৌশিক দত্ত, সলিল গুহ মজুমদার, প্রদীপ দত্ত, সুনন্দা রায়, রুমি দে, মনীষা পাল বিশেষভাবে অনুষ্ঠানটি আয়োজনে অংশগ্রহণ করেন। এ দিন ইণ্ডিয়া ক্লাবে প্রায় ৫০০ জনেরও অধিক ছাত্র, শিক্ষক,অভিভাবক ও অতিথি উপস্থিত ছিলেন। শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে রাষ্ট্রীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন ডিব্রুগড় শাখার সম্পাদক ড. স্বপ্না নাথ উপাধ্যায়।