Barak UpdatesHappeningsCulture
বাংলা সাহিত্য সভা অসম শিলচর শাখার বর্ষবরণ অনুষ্ঠান
ওয়ে টু বরাক, ১৬ এপ্রিল : বাংলা নতুন বছরকে স্বাগত জানাল বাংলা সাহিত্য সভা অসমের শিলচর শাখা। সোমবার শিলচর হাসপাতাল রোডের এক অনুষ্ঠান ভবনে সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান। বাংলা সাহিত্য সভা অসম শিলচর শাখার সভাপতি সমর বিজয় চক্রবর্তীর পৌরহিত্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতাজি গবেষক নিহার রঞ্জন পাল, বিশিষ্ট কবি-সাহিত্যিক জয়া দেব, বিশিষ্ট কবি মঞ্জুরী হীরামণি রায়।
উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক সংহিতা দত্ত চৌধুরী। সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সন্দীপন দত্ত পুরকায়স্থ। অনুষ্ঠানের শুরুতেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। তারপর শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে নতুন সাল ১৪৩১ কে বরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলা সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যের কথা তুলে ধরেন। সুস্থ সংস্কৃতির বার্তা দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে শ্লোক পাঠ করেন ম্রিনাঙ্ক সেনগুপ্ত।সংগীত পরিবেশন করেন উপস্থিত অতিথি শিল্পী কল্যাণী দাম, অনুপমা দে সহ সংস্থার পৃথা দাস, দেবরাজ পাল, পরমব্রত গোস্বামী। আধুনিক ও লোকসংগীত পরিবেশন করেন আয়োজক সংস্থার সভাপতি সমর বিজয় চক্রবর্তী। নৃত্যে অংশ নেন সোমিয়া মালাকার, সমাদ্রিতা দে, সোমদত্তা দাস। আবৃত্তি পরিবেশন করেন দেবরাজ নমঃশূদ্র, সায়ন্তিকা দাস, ইন্দ্রানী ভট্টাচার্য। ছড়া পরিবেশন করেন সৌনক দত্ত পুরকায়স্থ। তবলায় সহযোগিতা করেন রাজু নন্দী। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠুন রায় ও বিক্রমজিৎ কর।