Barak Updates
বাংলা মাধ্যমের প্রাদেশিক স্কুলে নেতাজি বিদ্যাভবনই কাছাড়ে সেরা
১৫ মেঃ কাছাড় জেলায় বাংলা মাধ্যমের প্রাদেশিক স্কুলগুলির মধ্যে সবচেয়ে ভাল ফল করেছে নেতাজি বিদ্যাভবন গার্লস হাই স্কুল। ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭৩.৩৩ শতাংশ। এত হারে পাশ আর কোনও বাংলা মাধ্যমের প্রাদেশিক স্কুল করতে পারেনি বলেই দাবি করেছেন প্রধানশিক্ষক দেবাঞ্জন মুখোপাধ্যায়। তিনি জানান, তাঁর স্কুলে এ বার প্রথম বিভাগে মোট ১৩ জন পাশ করেছে। দ্বিতীয় বিভাগে ২৬ ও তৃতীয় বিভাগে ২৭জন।
অঙ্কিতা পাল সব বিষয়ে লেটার সহ ডিস্টিংশন পেয়েছে। মোট ৬০০-তে তুলেছে ৫৬৬। স্কুলে স্টার মার্ক পেয়েছে ২জন। লেটার ৩২টি। দেবাঞ্জনবাবুর দাবি, তাঁর স্কুলে নিম্ন আয়ের পরিবারের ছাত্রীরাই ভর্তি হয়। অধিকাংশের পক্ষে বাড়িঘরে গিয়ে আর পড়া হয় না। তার পরেও যে তারা ভালো ফলাফল করে সে জন্য ছাত্রীদের ছাড়াও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের আগামী শুক্রবার সকাল সাড়ে দশটায় সংবর্ধনা জানানো হবে।
English text here