NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য আনতে বিদেশ মন্ত্রকে চিঠি ত্রিপুরা ও মিজোরাম সরকারের
ওয়েটুবরাক, ২৩ মে : অসম-মেঘালয়ের ধস-বন্যায় পণ্য সঙ্কটের আশঙ্কায় ভুগছে পার্শ্ববর্তী দুই রাজ্য ত্রিপুরা ও মিজোরাম৷ উভয় সরকার পণ্য পরিবহনে বাংলাদেশের জলপথ ব্যবহার করতে চাইছে৷ দুই রাজ্য সরকার পৃথক চিঠি পাঠিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে৷ রাজ্য দুটি অসম হয়ে রেললাইনে বাইরের সঙ্গে যুক্ত৷ অসমের ডিমা হাসাও জেলা ধসে বিপর্যস্ত৷ জুলাইর আগে এই রুটে ট্রেন চলার সম্ভাবনা নেই৷ সড়কপথেও এরা অসম ও মেঘালয়ের ওপর নির্ভরশীল৷ গত দশদিন ধরে প্রাকৃতিক দুর্যোগে ওই পথেও যান চলাচল বন্ধ৷ এই অবস্থায় বাংলাদেশের জলপথ ব্যবহার তাদের পণ্যসঙ্কট থেকে রেহাই দিতে পারে বলে তারা পৃথক চিঠিতে উল্লেখ করেছে৷