Barak UpdatesHappeningsBreaking News

বরাক সফরে আসছেন মন্ত্রী রণজিৎ দাস

ওয়েটুবরাক, ২৫ অক্টোবর : রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য ও গণবণ্টন এবং আইন মন্ত্রী তিনদিনের সফর সূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন৷ আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় তিনি গুয়াহাটি থেকে শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছাবেন৷ সেখান থেকে সোজা চলে যাবেন হাইলাকান্দি সার্কিট হাউসে৷ পৌনে ১১টায় জেলাশাসকের কার্যালয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন তিনি৷

Rananuj

অনুরূপ পর্যালোচনা বৈঠক রয়েছে করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয়ে৷ হাইলাকান্দি সার্কিট হাউস থেকে বেলা ২টায় বেরিয়ে বেলা সাড়ে ৩টায় তাঁর করিমগঞ্জ বৈঠকে পৌঁছে যাওয়ার কথা৷ সন্ধ্যা সোয়া ছয়টায় মন্ত্রী দাস পার্টি অফিসে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনায় মিলিত হবেন৷ সে দিন রাত কাটাবেন করিমগঞ্জ সার্কিট হাউসে৷ শুক্রবার বেলা ১১টার মধ্যে তিনি শিলচর জেলাশাসকের কার্যালয়ে পৌঁছাবেন৷ সেখানে সরকারি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন৷ বিকাল সাড়ে চারটায় পার্টি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হবেন৷ পরদিন ভোর সাড়ে পাঁচটায় রণজিৎ দাস শিলচর সার্কিট হাউস থেকে গুয়াহাটির বিমান ধরার জন্য কুম্ভীরগ্রামের উদ্দেশে রওয়ানা হবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker