Barak UpdatesHappeningsBreaking News

বরাক বিপদসীমার নীচে, ঘাগরার স্লুইচগেট খুলল

ওয়েটুবরাক, ২৩ মে : বরাক নদীর জল বিপদ সীমার নীচে নামল। সকাল ৭টায় নদীর জলস্তর ১৯.৮১ মিটারে দাঁড়িয়েছে। ৮টায় আরও দুই সেমি নেমে হয়েছে ১৯.৭৯ মিটার৷ অন্নপূর্ণাঘাটে বরাক নদীর বিপদসীমা ১৯.৮৩ মিটার৷ গত ১৪ মে শনিবার বিকাল ৩ টায় বরাক বিপদ সীমার উপরে চলে গিয়েছিল৷ এক ধাক্কায় উঠে পড়ে ১৯.৮৭ মিটার৷ পরে তার ক্রমস্ফীতি পরিলক্ষিত হয়৷

Rananuj

এ বারের বন্যায় জল চড়েছিল ২১.৪৬ মিটার পর্যন্ত৷ ১৮ মে বিকাল তিনটা থেকে রাত সাতটা পর্যন্ত ছিল ওই এক অবস্থানে৷ সাম্প্রতিক কালের সর্বোচ্চ জলস্তর বললে উঠে আসে ১৯৮৯ সালের ১ আগস্টের কথা৷ সে দিন জল হয়েছিল ২১.৮৪ মিটার৷

জলসম্পদ বিভাগ সূত্রে জানা গিয়েছে, বাংলাঘাট এবং বেড়াখাল স্থিত ঘাগরা নদীর ২টা স্লুইচড গেট খুলে দেওয়া হয়েছে৷ এর পরই ধীরে ধীরে শহরের জলবাহী খালগুলির স্লুইচ গেট খোলা হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker