Barak UpdatesHappeningsBreaking News
বরাকে বিক্ষোভ দেখাল মজুরি শ্রমিক ইউনিয়ন, ফোরাম ফর সোশ্যাল হারমনি
ওয়েটুবরাক, ২৪ জুলাই : সারা দেশের বিভিন্ন গণতান্ত্রিক অধিকার আন্দোলনের সংগঠন, ট্রেড ইউনিয়ন ও সামাজিক, রাজনৈতিক সংগঠনগুলোর উদ্যোগে গত ২৩ জুলাই দেশব্যাপী এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ অনুমোদিত অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও সামাজিক সংগঠন ফোরাম ফর সোশ্যাল হারমনিও এই আন্দোলনে অংশ নেয়৷ বরাক উপত্যকার কয়েকটি স্থানেও এই প্রতিবাদ ও বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়। এদিন কাছাড় জেলার শিলচরের রাঙ্গিরখাড়িতে, কাটিগড়া সার্কেল অফিসের সামনে, বিহাড়ার ‘রেলট্রেক কনক্রিট প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’ কোম্পানির কারখানার সামনে, বড়খলার জারইলতলায় আইওসি-র বটলিং প্ল্যান্ট-এর সামনে, করিমগঞ্জ জেলার ভাঙ্গা, মুল্লাগঞ্জ, পাথারকান্দি ব্লক, পাথারকান্দির পয়লামুলি, বান্দরকোনা, বদরপুরের বড়থল, বছলা বাজার ও রামকৃষ্ণনগরের গামারিয়া ইত্যাদি স্থানে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ এই বিক্ষোভে শামিল হোন।
এদিনের কর্মসূচিতে বিক্ষোভকারীরা দাবি তোলেন ইউএপিএ সহ রাষ্ট্রদ্রোহিতা আইনগুলো বাতিল করা, রাজনৈতিক বন্দিদের মুক্ত করা, ফাদার স্ট্যান স্বামীর সরকারি হেফাজতে মৃত্যুর ন্যায়বিচার ইত্যাদি। এছাড়াও শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড লাগু করে শ্রমিকদের দাসে পরিণত করার চক্রান্ত এবং অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলোতে অধ্যাদেশ জারি করে ধর্মঘটের সাংবিধানিক অধিকার খর্ব করার বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়। দাবি তোলা হয় জনবিরোধী তিনটি কৃষি আইন বাতিল করে এমএসপির গ্যারান্টি প্রদানের। পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানো, কোভিড টিকাকরণ বিনামূল্যে ও সহজলভ্য করা, লকডাউন তুলে জীবনযাত্রা স্বাভাবিক করার দাবিও তোলা হয়।