Barak UpdatesHappeningsBreaking News

বরাকে বহু জায়গায় নদী বইছে বিপদসীমার ওপর দিয়ে

ওয়েটুবরাক, ১৮ জুন : বরাক উপত্যকার অধিকাংশ নদ-নদী বিপদসীমার উপর দিয়ে বইছে৷ শিলচর অন্নপূর্ণাঘাট ও বদরপুর ঘাটে  বিপদসীমা একেবারে ছুঁই ছুঁই৷ কিন্তু এই দুই ঘাট পেরিয়ে জল যে দিকে বেরিয়ে যাওয়ার কথা, সেই দিকে নদীর জলধারণ ক্ষমতা আর নেই৷ করিমগঞ্জে কুশিয়ারা বিপদসীমা পেরিয়ে চলেছে৷ প্রবল বর্ষণের দরুন বন্যা পরিস্থিতি বাংলাদেশের সিলেটেও৷ তাই জল তার গতিপথে স্বাচ্ছন্দে এগোতে পারছে না৷ ফলে বদরপুরঘাট, অন্নপূর্ণাঘাটেও জল কয়েকঘণ্টার মধ্যে লালসংকেত স্পর্শ করবে৷

অন্নপূর্ণাঘাটে জলের বিপদসীমা ১৯.৮৩ মিটার৷ সকাল ১১টায় সেখানে জলস্তর ১৯.৮৮ মিটার৷ শেষ দুইঘণ্টা জল বেড়েছে ৫ সেমি করে৷ বদরপুরঘাটে ১৬.৮৯-র বিপদ-জায়গায় এখন রয়েছে ১৬.৬৮ মিটারে৷

কুশিয়ারা দীর্ঘক্ষন ধরেই বিপদসীমার উপর দিয়ে বইছে৷ ১৪.৯৪ বিপদসীমা ছাড়িয়ে এখন চলছে ১৫.৩৪ মিটারে৷ একই অবস্থা লঙ্গাই, সিংলার৷ লঙ্গাই এই সময়ে বিপদসীমার ১৮ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ সিংলা একেবারে ২ মিটার ওপরে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker