Barak UpdatesHappeningsBreaking News
বরাকে জল বেড়ে বিপদসীমার আরও কাছাকাছি
ওয়ে টু বরাক, ২ জুলাই : গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি যেন কিছুতেই থামতে চাইছে না। আর এই বৃষ্টিতে ফুলেফেঁপে উঠছে বরাক নদী। মঙ্গলবার সকাল থেকে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর বৃদ্ধির হার ক্রমেই বেড়ে চলেছে। বর্তমানে নদীর জল বাড়ছে প্রতি ঘন্টায় সাত সেন্টিমিটার করে। দুপুর একটায় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ১৯.৫৪ মিটার। এখানে নদীর বিপদসূচক চিহ্ন ১৯.৮ ৩ মিটার।
এর আগে গত দুই ঘন্টায় অন্নপূর্ণা ঘাটে জলস্তর বৃদ্ধির হার ছিল প্রতি ঘন্টায় ছয় সেন্টিমিটার। সমতল ও পাহাড়ে ক্রমাগত বৃষ্টির জেরে নদীর জল বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে আতঙ্ক তাড়া করছে বৃহত্তর এলাকার জনগণের। বড়খলা ও কাটিগড়ায় গতকালই বরাকের জলে বেশ কিছু এলাকা প্লাবিত করেছে।