NE UpdatesHappeningsBreaking News

বরাকে গ্রীষ্মের ছুটি ৬ জুলাই থেকে, অন্যত্র শনিবার শুরু

ওয়েটুবরাক, ৩০ জুন : আগামীকাল শনিবার থেকে আসামে গ্রীষ্মের ছুটি শুরু হবে৷ পুরো মাস চলবে এই ছুটি৷ তবে ব্যতিক্রম বরাক উপত্যকা৷ এখানে গ্রীষ্মাবকাশ শুরু হবে ৬ জুলাই থেকে৷ ৫ তারিখ অবশ্য যথারীতি ক্লাশ হবে৷ পাঁচদিনের মধ্যে চারটি রয়েছে কর্মদিবস, একটি রবিবার৷ এই চার কর্মদিবসকে অবশ্য অক্টোবরে পুষিয়ে দেওয়া হয়েছে৷ দুর্গাপুজোর সময় চারদিন ছুটি কাটিয়েই রাজ্যের অন্যত্র ক্লাশ শুরু হয়ে যাবে৷ বরাক উপত্যকায় এর পরও চারদিন ছুটি কাটানোর ঘোষণা রয়েছে৷ ২৫, ২৬, ২৭ ও ২৮ অক্টোবর৷ ২৯ অক্টোবর রবিবার৷ ফলে এই অঞ্চলে পুজোর পর ক্লাশ শুরু হবে ৩০ অক্টোবর৷ অন্য দিকে, গ্রীষ্মের ছুটি সেরে আগামী ১ আগস্ট বরাক-ব্রহ্মপুত্র একই সঙ্গে ক্লাশ শুরু হবে৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker