Barak UpdatesHappeningsBreaking News
বরাকে করোনা সিন্ডিকেট, কোটি কোটি টাকার বাণিজ্য, অভিযোগ দত্তরায়ের
১১ আগস্ট: বরাক উপত্যকা সিন্ডিকেটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে । কয়লা , সুপারি , বালু-পাথর, কাঠ এসবের পর এবার নতুন করে সংযোজন হয়েছে করোনা সিন্ডিকেট৷ অভিযোগ করেছেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্তরায়ের৷ তিনি বলেন, এই করোনা সিন্ডিকেটের নামে কোটি কোটি টাকার খেলা চলছে । প্রতিজন করোনা রোগীর জন্য দেড় লক্ষ টাকা করে মঞ্জুর হয় । অথচ একজনের পিছনে ৫০ হাজার টাকাও খরচ হয় না । রোগীদের যে ধরনের খাবার দেওয়া হচ্ছে বা থাকার ব্যবস্থা করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের । বাথরুম এত অপরিচ্ছন্ন যে রোগীদের যাওয়াই মুশকিল হয়ে পড়ে । এতে রোগীরা আরও অসুস্থ হচ্ছেন।
তিনি বলেন, এই করোনা সিন্ডিকেট চলছে একটি বিশাল চক্রের মাধ্যমে । তাতে কিছু আমলা, চিকিৎসক, ঠিকাদার জড়িত। তাঁরা সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছে । এদের বিরুদ্ধে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করা না হলে তাহলে গোটা স্বাস্থ্য বিভাগ পঙ্গু হয়ে পড়বে আশঙ্কা প্রদীপবাবুর।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে এসে বলে গিয়েছিলেন, জেলা ক্রীড়া সংস্থার মাঠে ১ হাজার বেডের কোভিড কেয়ার সেন্টার করা হবে । সেনাবাহিনীর সহায়তায় এই কেয়ার সেন্টার করা হবে । এছাড়া শিলচরে ৩০০ শয্যার একটি কোভিড হাসপাতাল করা হবে । যার জন্য জায়গাও দেখে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী । পরবর্তীতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা এসে বলেছিলেন, করিমগঞ্জে ১০০০ শয্যার আরও একটি কোভিড কেয়ার সেন্টার হবে । কিন্তু বাস্তবে কিছুই হয়নি । এ বার স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বা শর্মা শিলচর এলে তাঁর কাছে দত্তরায়ের প্রশ্ন, শিলচর ডিএসএতে হাজার শয্যার কোভিড কেয়ার সেন্টার এবং ৩০০ শয্যা কোভিড হাসপাতাল কবে হবে?
শিলচরের সা়ংসদ রাজদীপ রায়কে তিনি দোষারোপ করেন৷ বলেন, তিনি নিজে একজন চিকিৎসক৷ দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজে যে কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট নেই, সাংসদ এর ব্যবস্থা করতে পারছেন না কেন?