Barak UpdatesHappeningsBreaking News

বন্যায় কাছাড়ে মৃত ৫, নিখোঁজ ১

ওয়েটুবরাক, ২৭ জুন : কাছাড় জেলার ৪২৯টি গ্রাম এখনও বন্যায় আক্রান্ত৷ এর মধ্যে কাটিগড়ায় ১৫১টি, লক্ষীপুরে ৩৬টি, শিলচরে ১৩৮টি, সোনাইয়ে ৮৮টি এবং উধারবন্দে ১৬টি৷ ওই সব গ্রামে ৪৭৭১৬৫ জন আক্রান্ত হয়েছেন৷  ১৯৩৩৪৩ জন পুরুষ, ১৬১০৬৬ জন মহিলা এবং ১২২৭৫৬ জন শিশু । শিলচরের মেহেরপুর , বিবেকানন্দ রোড,আশ্রম রোড, দাস কলোনি, ন্যাশনাল হাইওয়ে রোড ইত্যাদি বিভিন্ন এলাকা এখনও বন্যায় প্লাবিত l

Rananuj

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, জেলার বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে৷ তাঁরা হলেন শিলচরের লব গোস্বামী, সিধু নাথ, রথীন্দ্র লাল রায় , রাজ রায় এবং উদারবন্দ এলাকায় মতিলাল মুড়া৷  অন্যদিকে, অনিল দাস নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন l

জেলার ২২৯টি ত্রাণ শিবিরে মোট ১০৯৬২৪ জন আশ্রয় গ্রহণ করেছেন। ওই সব ত্রাণ কেন্দ্রে মোট ১০টি মেডিক্যাল টিম চিকিৎসায় নিয়োজিত রয়েছে৷ শিলচর এবং কাটিগড়া রেভেন্যু সার্কেলে ১২৪১.৭০ কুইন্টাল চাল, ২০৯.১০ কুইন্টাল ডাল, ৮৭.৮৫ কুইন্টাল লবণ, ২৪০৭.২০ লিটার সর্ষের তেল বন্টন করা হয়েছে l

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker