Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বদরপুর থেকে রেলে চড়ল ১৪ রোহিঙ্গা, জলপাইগুড়িতে গ্রেফতার
২৬ নভেম্বরঃ বদরপুর থেকে রেলে চড়েছিল ১৪ রোহিঙ্গা। বেনামে রেলের টিকিট কেটে জাল পরিচয়পত্র দিয়ে চলেই যাচ্ছিল। কিন্তু পথে সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে জলপাইগুড়িতে আরপিএফ-এর হাতে ধরা পড়ল। তদন্তে বেরিয়ে আসে, এরা সবাই বিদেশি। মায়ানমারের নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। রেলের টিকিট কাটতে গিয়ে জালিয়াতির সাহায্য নিয়েছে।
ঘটনা মঙ্গলবারের। আরপিএফের আলিপুরদুয়ার সিকিউরিটি কন্ট্রোল রুমে আগরতলা-নতুনদিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে এক যাত্রীর ফোন আসে। টোলফ্রি নম্বর ১৮২-তে ফোন করে তিনি সহযাত্রীদের দুর্ব্যবহারের কথা জানান। আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি আরপিএফ-কে বিষয়টি জানানো হয়। কারণ চলন্ত ট্রেনটির পরের স্টেশনই ছিল নিউ জলপাইগুড়ি। সেখানে রাজধানী এক্সপ্রেস থামতেই আরপিএফ এবং জিআরপি নির্দিষ্ট কামরায় উঠে ১৪ যাত্রীকে নীচে নামিয়ে আনে। তাদের মধ্যে ৮ জনই মহিলা, রয়েছে দুটি শিশুও৷ একের পর এক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, এরা বদরপুর থেকে ট্রেনে উঠেছে। টিকিট কাটলেও সবকটি বেনামে। তাদের সঙ্গে কোনও ভারতীয় নথি নেই। বাংলাদেশের কক্সবাজার শরণার্থী শিবির থেকে এরা পালিয়ে ভারতে প্রবেশ করেছে বলে জেরায় স্বীকার করে নেয়। বুধবার সবাইকে আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে জেলে পাঠানো হয়।