Barak UpdatesHappeningsBreaking News
বদরপুরও আন্তর্জাতিক ক্ষুদ্র নদীবন্দর, ভারত-বাংলা চুক্তি স্বাক্ষরিত
২৯ মেঃ করিমগঞ্জের পর বরাক উপত্যকায় আরও একটি আন্তর্জাতিক ক্ষুদ্র নদীবন্দর (পোর্টস অব কল) হল। ভারত-বাংলাদেশের মধ্যে এ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনেকদিন ধরেই বদরপুরকে ‘পোর্টস অব কল’ করার কথা চলছিল। ২০১৮ সালে দুই দেশের আমলা পর্যায়ের বৈঠকে এ নিয়ে কাজকর্ম শুরু হয়। গত ২০ মে তা-ই চূড়ান্ত রূপ পায়।
চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং বাংলাদেশের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। চুক্তিতে অবশ্য বদরপুরকে সোজাসুজি ‘পোর্টস অব কল’ বলা হয়নি। করিমগঞ্জের অধীনে এটি হবে ‘এক্সটেন্টেড পোর্ট অব কল’। কার্যক্ষেত্রে দুইয়ের মধ্যে অবশ্য বিশেষ কোনও ফারাক নেই। আন্তর্জাতিক নৌ-যান এখন করিমগঞ্জের মত বদরপুরেও থামতে পারবে, পণ্য ওঠানামা করতে পারবে।