Barak UpdatesHappeningsBreaking News
বড়দিনেই সমাবর্তন, ভুল বার্তার আশঙ্কা
১৬ ডিসেম্বরঃ আগামী ২৫ ডিসেম্বর বড়দিনেই সমাবর্তনের আয়োজন করল আসাম বিশ্ববিদ্যালয়। এ নিয়ে উপাচার্য দিলীপচন্দ্র নাথের যুক্তি, ‘বড়দিন মানেই পবিত্র দিন! আমরা ভাল কাজের জন্য এমন পবিত্র দিনটিকেই বেছে নিয়েছি।’
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গাড়কারি এ বারের সমাবর্তনের প্রধান অতিথি। তিনিই দীক্ষান্ত ভাষণ দেবেন। সে দিন মূলত শিলচরে অটলবিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচন করতে আসছেন গাড়কারি। প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর জন্মদিন যে ২৫ ডিসেম্বরই। গাড়কারি একদিনে দুই অনুষ্ঠানে অংশ নিতে চাওয়ায় দিলীপবাবুদের কাছে আর কোনও বিকল্প নেই!
কিন্তু সে দিন যে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসবের দিন! এ উপলক্ষে দেশ জুড়ে সরকারি ছুটি! উপাচার্যের দাবি, সমাবর্তন একেবারেই দুই ঘণ্টার অনুষ্ঠান। তাতে খ্রিস্টান ছাত্রদের বড়দিন উদযাপনে বিঘ্ন ঘটবে না। এ ছাড়া, শনি-রবিবারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের উদাহরণ রয়েছে বলে জানান তিনি।
বড়দিনকে সমাবর্তনের জন্য বেছে নেওয়ায় অষ্টাদশ সমাবর্তন ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কোর্টের প্রাক্তন সদস্য অধ্যাপক দিলীপকুমার দে বলেন, ডিমা হাসাও এবং কার্বি আংলং জেলার কলেজগুলিও আসাম বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে। কার্বি আংলং জেলার ডিফুতে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও রয়েছে। ওই এলাকায় প্রচুর খ্রিস্টান ছাত্রছাত্রী। বড়দিনে সমাবর্তনের আয়োজন করে তাদের মনে আঘাত দেওয়া হয়েছে।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সভাপতি নীতীশ ভট্টাচার্যের আশঙ্কা, এমন সিদ্ধান্তের দরুন খ্রিস্টানদের অবমাননার ভুল বার্তা যেতে পারে। বঙ্গ সাহিত্যের পক্ষ থেকে তারিখ পরিবর্তন করে সম্প্রীতি ও সমন্বয় সুদৃঢ় করার আহ্বান জানানো হয়েছে।